নয়াদিল্লিঃ মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh)উপকূলীয় এলাকায় আঘাত হানে ঘূর্ণিঝড় মন্থা (Cyclone Montha)। মাচিলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মাঝখানে, কাকিনাড়া সংলগ্ন উপকূল দিয়ে স্থলভাগে আঘাত হেনেছে এই ঘূর্ণিঝড়। স্থলভাগে আঘাত হানার সময় ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার বেগে হাওয়া পর্যন্ত বয়ে। এই ঝড়ের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে , পূর্ব ও পশ্চিম গোদাবরী, এলুরু, কৃষ্ণা, ড. বি.আর. আম্বেদকর কোনাসীমা এবং অলুরি সীতারাম রাজু জেলার চিন্তুরু ও রামপাচোদাভরম। এই সাত জেলায় বুধবার সকাল ৬ টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর মিলেছে। ল্যান্ডফলের সময় গাছ উপড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত বহু। এছাড়া ক্ষতিগ্রস্ত বহু মানুষ। রাজ্যের ২২ জেলার ৪০৩টি মণ্ডলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশজুড়ে সচল রাখা হয়েছে একাধিক হেল্পলাইন নম্বর। রাজ্যজুড়ে জারি সতর্কতা। পরিস্থিতির উপর নজর রেখেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।
অন্ধ্রপ্রদেশে আঘাত হানল 'মন্থা', ঘূর্ণিঝড়ের জেরে মৃত্যু ১ জনের, আহত বহু
VIDEO | Cyclone Montha: Visuals from Puri coast, Odisha. The severe cyclonic storm Montha made landfall on the Andhra Pradesh coast around 7 pm.
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7)#CycloneMontha pic.twitter.com/4oxIUZxQLT
— Press Trust of India (@PTI_News) October 29, 2025