নয়াদিল্লি: এখনও পর্যন্ত আয়কর রিটার্ন ফাইল (ITR Filing) করে ওঠা হয়নি? চিন্তা নেই। আয়করদাতাদের কিছুটা স্বস্তি দিল কেন্দ্র (Central Government(। আয়কর রিটার্নের সময়সীমা বাড়াল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার এমনটাই জানাল আয়কর দফতর। কেন এই সময়সীমা বাড়ানো হল তাও জানানো হয়েছে কেন্দ্রের তরফে। জানা গিয়েছে, ২০২৫-২০২৬ অর্থাৎ ২০২৪-২০২৫ অর্থবর্ষের আয়কর রিটার্নের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল আগামী ৩১ জুলাই পর্যন্ত। সেই সময়সীমা বাড়িয়ে করা হল ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ আয়কর রিটার্ন দাখিলের জন্য অতিরিক্ত ৪৬ দিন সময় পাবেন আয়করদাতারা।
আয়কর রিটার্নে বড় ছাড় কেন্দ্রের, বাড়ানো হল জমা দেওয়ার সময়সীমা
মঙ্গলবার, সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি)-এর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ২০২৫-২০২৬ মূল্যায়ন বছরের আইটিআর কাঠামো কিছুটা পরিবর্তিত হয়েছে। সেই পরিবর্তনগুলোকে সঠিকভাবে বাস্তবায়নের জন্য নতুন সিস্টেম তৈরি করা প্রয়োজন। এছাড়া এবার আয়কর রিটার্ন ফর্ম বের করতেও বিলম্ব হয়েছে। তাই সবদিক বিবেচনা করেই আইটিআর দাখিলের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে যদি আয়কর রিটার্ন দাখিল না করতে পারেন আয়করদাতার তবে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে বলে জানানো হয়েছে আয়কর দফতরের তরফে।
চিন্তা নেই, আয়কর রিটার্নের সময়সীমা বাড়াল কেন্দ্রীয় সরকার, জেনে নিন কতদিন পর্যন্ত সময় রয়েছে হাতে
Kind Attention Taxpayers!
CBDT has decided to extend the due date of filing of ITRs, which are due for filing by 31st July 2025, to 15th September 2025
This extension will provide more time due to significant revisions in ITR forms, system development needs, and TDS credit… pic.twitter.com/MggvjvEiOP
— Income Tax India (@IncomeTaxIndia) May 27, 2025