ঘটনাস্থলের ছবি (Photo Credits: X)

নয়াদিল্লিঃ লিভারপুলের (Liverpool)প্রিমিয়ার লিগ (Premier League) জয় উদযাপনে বড়সড় বিপত্তি। জয় উদযাপনের মাঝে সমর্থকদের ভিড়ে ঢুকে পড়ল একটি গাড়ি। একের পর এক সাধারণ মানুষকে ধাক্কা দিতে দিতে এগিয়ে চলে গাড়ি। এই ঘটনায় ৪ শিশু-সহ ২৭ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই গাড়ি চালককে গ্রেফতার করেছে ব্রিটেন পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এটি নিছক একটি দুর্ঘটনা, এর সঙ্গে সন্ত্রাসী হামলার কোনও যোগ নেই।

লিভারপুলের প্রিমিয়ার লিগ উদযাপনের আনন্দের মাঝে বিশাল দুর্ঘটনা

উল্লেখ্য, চলতি বছরের প্রিমিয়ার লিগের খেতাব জয় করেছে লিভারপুল। আর সেই আনন্দেই সোমবার বিকেলে লিভারপুলের ফুটবলার, কোচ এবং অন্য সদস্যেরা মিলে একটি ‘রোড শো’ করেন। হুড খোলা বাসে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান তাঁরা। জয় উদযাপনের সাক্ষী থাকতে রাস্তায় ভিড় জমান সমর্থকেরা। একদিকে যখন জয় উদযাপনে মাতে একদল তখন ওয়াল স্ট্রিটে সাধারণ মানুষকে পিষে দেয় ওই গাড়ি।ধাক্কা লেগে এদিক-ওদিক ছিটকে যান সমর্থকেরা। কিছু দূর গিয়ে গাড়িটি থামতেই চালককে ঘিরে ধরে উত্তেজিত জনতা। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৫৩ বছরের এক ব্যক্তিকে। তিনি ব্রিটিশ নাগরিক এবং লিভারপুলেরই বাসিন্দা।

লিভারপুল প্রিমিয়ার লিগ জয় উদযাপনের মাঝে বিপত্তি, সমর্থকদের পিষে দিল গাড়ি, আহত ৪ শিশু সহ ২৭ জন