নয়াদিল্লিঃ দুই ক্যাব চালকের (Cab Drivers)মধ্যে বিবাদ। রাগের বশে এক ক্যাব চালককে গাড়ির বনেটে তুলে ৬ কিলোমিটার পথ গেলেন আর এক চালক। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) এই মুহূর্তের ভিডিয়ো (Video)। ভিডিয়ো ভাইরাল (Viral Video) হতেই পদক্ষেপ পুলিশের। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মুম্বই বিমানবন্দরে। অভিযুক্ত ক্যাব চালকের নাম ভীমপ্রসাদ মাহান্তো (৩৪)। জাস্টিন জে (৩৪) নামে এক ক্যাব চালকের সঙ্গে বিবাদে জড়ান তিনি। বিবাদ চরমে পৌঁছলে জাস্টিনকে গাড়ির উপরে তুলে ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে ধরে গাড়ি চালাতে থাকেন মাহান্তো। কোনওরকমে গাড়ির বনেট ধরে প্রাণে বাঁচার চেষ্টা করেন ওই ক্যাব চালক। আরও পড়ুনঃ বিমানের ভিতরে ঢুকে পড়ল পায়রা, যাত্রীদের মধ্যে শোরগোল, ভাইরাল ভিডিয়ো
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কুয়াব চালকের নির্মম পরিণতি
গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করেন এক মোটরসাইকেল আরোহী। যা পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভাইরাল ভিডিয়োর সূত্র ধরে ভীমপ্রসাদ মাহান্তো নামে ওই ক্যাব চালককে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের হয়। ভারতীয় ন্যায় সংহিতার ২৮১, ১২৫, ১২৬(২), ১১৫(২), ৩৫২ -সহ ট্রাফিক আইনের ১৮৪ ধারায় মামলা রুজু হয়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ক্যাব চালকের এই কীর্তি। যা দেখে রীতিমতো শিউরে উঠছেন নেটিজেনদের একাংশ। ঘটনার সময় জাস্টিন নামে ওই ব্যক্তির অবস্থা কী হয়েছিল তা ভেবে আতঙ্কিত কেউ কেউ।
বিবাদের জেরে ক্যাব চালককে বনেটে চাপিয়ে ঘোড়ার গতিতে গাড়ি ছোটালেন আর এক চালক, ভিডিয়ো ভাইরাল হতেই আটক ব্যক্তি
Mumbai: Cab Driver Dragged By Man On Car Bonnet For 6 KM After Argument, Police React To Viral Video#Mumbai #MumbaiViralVideo #RoadRage #CabDriver #MumbaiPolice #ViralVideo pic.twitter.com/5KOTQJNAI7
— LatestLY (@latestly) May 29, 2025