
নয়াদিল্লিঃ গন্তব্যে ছুটে চলেছে জাত্রীবোঝাই বাস(Bus)। কিন্তু বাস চালাচ্ছেন যিনি, বলা ভাল যে ব্যক্তির হাতে রয়েছে এতজন যাত্রীর প্রাণ তিনিই কিনা রিলস (Reels) দেখতে ব্যস্ত। হ্যাঁ সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যাতে দেখা যাচ্ছে, বাস চালাতে চালাতে রিলস দেখছেন চালক। তাঁর এক হাতে রয়েছে স্টিয়ারিং অন্য হাতে রয়েছে মোবাইল ফোন। এই গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন এক যাত্রী। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের শিমলায়। একটি বেসরকারি চালকের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। ইতিমধ্যেই ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করে হিমাচল পুলিশকে ট্যাগ করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন ওই যাত্রী। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই যাত্রী নিরাপত্তা প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ।
রিলসে মগ্ন বাস চালক, ভিডিয়ো ভাইরাল হতেই চটল নেটপাড়া
Shimla-A concerned and vigilant citizen shared a video with HW showing a private bus driver (HP-63-3455) watching reels on his smartphone while driving a bus full of passengers. This reckless act not only endangered the lives of the passengers but also posed a serious threat to… pic.twitter.com/BNuSXj2hgK
— Himachal Watcher (@HimachalW) June 23, 2025