Hili-Patiram Highway: বাংলাদেশ থেকে পাচারের সময় হিলিতে বাজেয়াপ্ত প্রায় দেড় কোটি টাকার সোনার বিস্কুট, ধৃত ১
Photo Credits: ANI

হিলি: বাংলাদেশ (Bangladesh) থেকে ভারতে (India) পাচারের সময় বাজেয়াপ্ত হল প্রায় দেড় কোটি টাকার সোনার বিস্কুট (gold biscuits)। বিএসএফের (BSF) তরফে জানা গেছে, শনিবার দুপুর ১২টা ০৫ মিনিটে বিএসএফের ১৩৭ ব্যাটালিয়ন হিলি-পাতিরাম হাইওয়েতে (Hili-Patiram Highway) তল্লাশি চালানোর সময় একটি গাড়ি থেকে ১০ তোলা ওজনের ২০টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করে। আরও পড়ুন: Shankar Adhya Arrested: ১৭ ঘণ্টা তল্লাশি পর গ্রেফতার শঙ্কর আঢ্য, রেশন দুর্নীতি মামলায় ইডি-র জালে আরও এক তৃণমূল নেতা

২ কেজি ২০০ গ্রাম ওজনের ওই সোনার ভারতের বাজারে মূল্য আনুমানিক এক কোটি ৪৪ লক্ষ টাকা। গাড়ি থেকে গোকুল দাস ওরফে পুচি নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। আরও পড়ুন: Shankar Adhya: গ্রেফতারির পর স্বাস্থ্য পরীক্ষার জন্যে ইএসআই হাসপাতালে ধৃত শঙ্কর আঢ্য, সাংবাদিকদের সামনে মুখে কুলুপ, রইল ভিডিয়ো