আরারিয়া, ২১ জানুয়ারিঃ রাম মন্দিরে হুমকি, বোমা মেরে মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি। ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন নিয়ে উচ্ছ্বসিত গোটা দেশ। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) হাতে হবে রামলালার (Ram Lalla) প্রাণ প্রতিষ্ঠা। সেই মহাযজ্ঞের সাক্ষী হতে দেশ বিদেশের নানা প্রান্ত থেকে ভক্তরা ভিড় জমাতে শুরু করেছেন। এরই মাঝে হুমকি এল রাম মন্দিরে (Bomb Threat to Ram Mandir)। উদ্বোধনের দিন যখন ভক্ত সমাগমে মেতে উঠবে মন্দির (Ram Mandir) চত্বর ঠিক সেই সময়ে বোমা মেরে মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল। দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী বলে নিজেকে পরিচয় দিয়ে এই হুমকি ফোন আসে বিহার পুলিশের কাছে। এর পরেই তৎপর হয়ে ওঠে পুলিশ বাহিনী। খোঁজ শুরু হয় অভিযুক্তের।
আরও পড়ুনঃ বাড়িতে বসেই রাম মন্দির উদ্বোধনের সাক্ষী থাকুন, টেলিভিশনে কোথায়, কখন দেখবেন সরাসরি, জানুন বিস্তারিত
বহু খোঁজাখুঁজির পর বিহারের (Bihar) আরারিয়া জেলার বালুয়া কালিয়াগঞ্জের পলাশী থানা এলাকায় নিজের বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। শনিবার গ্রেফতার হয়েছেন ইন্তেখাব আলম (২১) নামের ওই ব্যক্তি। ঘটনা প্রসঙ্গে আরারিয়া পুলিশ সুপার সূত্রে খবর, গত ১৯ জানুয়ারি জরুরি পরিষেবা নম্বর '১১২'এ ফোন করেছিলেন ওই যুবক। নিজেকে দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী ছোটা শাকিল বলে পরিচয় দেন তিনি। ফোনে হুমকি দেন ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন বোমা মেরে মন্দির উড়িয়ে দেবে সে। ঘটনার গুরুত্ব বিচার করে পলাশী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তের মোবাইল ফোনটি হেফাজতে নেওয়া হয়েছে। যে নম্বর থেকে ফোনটি এসেছিল সেটি অভিযুক্ত ইন্তেখাবের বাবার নামে নথিভুক্ত রয়েছে বলে খবর।
রাম মন্দির (Ram Mandir) উদ্বোধন উপলক্ষ্যে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা অযোধ্যা (Ayodhya) সহ মন্দির চত্বর। ফুল, আলোর বাহারে সেজে উঠেছে রাম জন্মভূমি। রাম ভজন, কীর্তন, যজ্ঞ চলছে দিকে দিকে। এক কথায় বলা যায় রামের নামে মোহিত অযোধ্যা। এখন কেবল অপেক্ষা মন্দির উদঘাটনের। সোমবার বেলা ১২টা বেজে ২০ মিনিট নাগাদ হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা।