প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

পাটনা, ৯ জুলাইঃ কারা যেন বলে গিয়েছেন, ভালোবাসা অন্ধ হয়। সত্যই তাই। ভালোবাসা অন্ধই হয়। আর তা না হলে ছয় সন্তানকে রেখে প্রেমিকের হাত ধরে পালানো কি মুখের কথা নাকি। বিহারের (Bihar) কাইমুর জেলায় স্বামী এবং সন্তানদের ফেলে প্রেমিকের হাত ধরে ঘর ছাড়লেন মহিলা। এদিকে স্ত্রীকে ফিরে পেতে মরিয়া স্বামী পুলিশের দারস্ত হলেন। মহিলার কাণ্ডের শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।

আরও পড়ুনঃ  ‘অশিক্ষিত রাজনৈতিক নেতা’, নিজের বেফাঁস মন্তব্যের সাফাই দিয়ে কী বললেন কাজল

ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করেছেন মহিলার স্বামী। স্ত্রী কার সঙ্গে ঘর ছাড়া হয়েছে সেই খবরও তাঁর কাছে নেই বলে জানিয়েছেন তিনি। এদিকে স্ত্রীর মোবাইল ফোন অন রয়েছে। স্বামী এবং ছেলে মেয়েরা বারংবার ফোন করে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। কিন্তু পরিবারের কারুর ফোনই তোলেননি স্ত্রী। বরং মাঝে মধ্যে এক ব্যক্তি ফোন তুলে অকথ্য ভাষায় তাঁদের গালিগালাচ করেছে। পুলিশকে জানান স্বামী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছয় সন্তানের মধ্যে একটি মেয়েকে সম্প্রতি বিবাহ দিয়েছেন ওই মহিলা। জামাইয়ের পরিবারের সামনে তাঁদের পরিবারের নাক কাটা গেল বলে পুলিশের কাছে আফসোস করেছেন মহিলার স্বামী।

ভগবানপুর থানার পুলিশ কর্মকর্তা জানান, 'এফআইআর দায়ের করা হয়েছে। ওই মহিলার ফোন নম্বর ট্রেস করা হচ্ছে। খুব শীঘ্রই খুঁজে পাওয়া যাবে তাঁকে'।