গঙ্গা দশেরা (Ganga Dussehra) উপলক্ষ্যে রাজ্যে রাজ্যে গঙ্গা নদীর তীরে উপচে পড়ছে পুণ্যার্থীদের ভিড়। গঙ্গা দশেরাকে 'গঙ্গাবতারন'ও (Ganga Vataran) বলা হয়। মনে করা হয়, এই দিনেই পবিত্র গঙ্গা পৃথিবীর বুকে অবতারণ করেছিল। যা উদযাপন করতে পালন করা হয় গঙ্গা দশেরা। গঙ্গায় ডুব দিয়ে পুজো করা হয় তাঁর। রবিবার গঙ্গা দশেরার পুজো সেরে ফেরার পথে বিহারে (Bihar) গঙ্গা নদীতেই উলটে গেল ভক্ত বোঝাই নৌকা। উমা নাথ গঙ্গা ঘাট (Uma Nath Ganga Ghat) থেকে যাত্রীদের নিয়ে দিয়ারা যাচ্ছিল ওই নৌকা। মাঝপথে উলটে যায় নৌকোটি। গঙ্গা দশেরা উপলক্ষ্যে এদিন সমস্ত গঙ্গার ঘাটেই প্রশাসনের তরফে অতিরিক্ত পুলিশ পাহারার ব্যবস্থা করা হয়। নদী তীর এবং ঘাটগুলিতে পুলিশের কড়া নজরদারি চলে। ফলে নৌকাডুবির খবর মিলতেই শুরু হল তল্লাশি অভিযান।
গঙ্গা দশেরায় নৌকাডুবি...
#WATCH | Barh, Bihar: A boat carrying devotees from Umanath Ghat to Diara capsized in the Ganga River. 6 people are missing, search operation is on.
Barh SDM Shubham Kumar says, "A small boat capsized here. There were 17 people on the boat, out of which 11 are safe, 6 are… pic.twitter.com/Hcd4B5Cl1z
— ANI (@ANI) June 16, 2024
পুলিশ সূত্রে খবর, ১৭ জন ভক্ত নিয়ে এদিন রওনা দিয়েছিল ওই নৌকা। নৌকাডুবির পর ১১ জনকে উদ্ধার করা গিয়েছে। এখনও ৬ জন নিখোঁজ। তল্লাশি অভিযান চালাতে ডাকা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। চলছে অনুসন্ধান অভিযান।