Bharat Bandh On July 9 (Photo Credits: X)

নয়াদিল্লি, ৮ জুলাইঃ বুধবার, ৯ জুলাই ভারত বন্ধ (Bharat Bandh On July 9)। সরকারি নীতির বিরোধিতায় বুধবার দেশজুড়ে ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে। বন্ধ মানেই বিভিন্ন সরকারি, বেসরকারি পরিষেবা ঘটতে চলেছে। বিভিন্ন ক্ষেত্র এবং গণপরিবহণ স্তব্ধ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। যার ফলে ভোগান্তির মুখে পড়তে পারে আমজনতা।

ভারত বন্ধে অচল হতে পারে গোটা দেশ। জানা যাচ্ছে, ২৫ কোটিরও বেশি কর্মী আগামীকাল বন্ধে সামিল হবেন। ব্যাঙ্ক, বীমা, ডাক, খনি, নির্মাণ, পরিবহন-সহ বিভিন্ন সেক্টর থেকে প্রায় ২৫ কোটি কর্মী দেশব্যাপী সাধারণ ধর্মঘট বা ভারত বন্ধে যোগ দেবেন।

আরও পড়ুনঃ বুধবার ভারত বন্‌ধ, ধর্মঘটের প্রভাব পড়বে কোন কোন পরিষেবায়? জানুন বিস্তারিত

৯ জুলাই ভারত বন্ধ কারা ডেকেছে?

দেশের ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন (Trade Union) এবং কৃষক ও গ্রামীণ শ্রমিক সংগঠনগুলির যৌথ মঞ্চ এই বন্ধের ডাক দিয়েছে।

বন্ধ সমর্থনকারী ১০টি ট্রেড ইউনিয়নঃ

অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC)

ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস (INTUC)

হিন্দু মজদুর সভা (HMS)

সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস (CITU)

অল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়ন সেন্টার (AIUTUC)

ট্রেড ইউনিয়ন কোঅর্ডিনেশন সেন্টার (TUCC)

স্ব-কর্মসংস্থানকারী মহিলা সমিতি (SEWA)

অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অফ ট্রেড ইউনিয়নস (AICCTU)

লেবার প্রোগ্রেসিভ ফেডারেশন (LPF)

ইউনাইটেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস (UTUC)

শ্রমিকরা কেন প্রতিবাদ করছেন?

কেন্দ্রীয় সরকারের (Central Government) শ্রমিক-কৃষক নীতির বিরোধিতা করে ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে বেশ কিছু কারণ। গত ১০ বছর ধরে বার্ষিক শ্রম সম্মেলন আয়োজনে ব্যর্থ হয়েছে সরকার। বেড়েছে কাজের সময়, বেড়েছে বেকারত্ব। জিনিসপত্রের মূল্যবৃদ্ধি হয়েছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণ মূলক খাতে ব্যয় কমানো ইত্যাদি নানা কারণে শ্রমিকরা ধর্মঘটের ডাক দিয়েছেন।