নয়াদিল্লি: ডিপফেক প্রতারণার ঘটনায় প্রায় ৩.৭৫ কোটি টাকা খোয়ালেন বেঙ্গালুরুর এক গৃহবধূ। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে সদগুরুর (Sadhguru) কণ্ঠস্বর ও চিত্র সহ ভুয়ো ভিডিও তৈরি করে শেয়ার বাজারে বিনিয়োগের মাধ্যমে বিপুল মুনাফার প্রলোভন দেখানো হয়। বেঙ্গালুরুর সিভি রমন নগরের মহিলা সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দেখেন। ভিডিওটিতে সদগুরুর ডিপফেক ব্যবহার করে দাবি করা হয় যে, মাত্র ২৫০ ডলার বিনিয়োগ করলেই আর্থিক উন্নতি সম্ভব।
ভুক্তভোগী মহিলা ডিপফেক প্রযুক্তি সম্পর্কে অজ্ঞ ছিলেন, তিনি ভিডিওর লিঙ্কে ক্লিক করেন এবং ব্যক্তিগত তথ্য শেয়ার করেন। প্রতারকরা মহিলাকে জুম মিটিংয়ের মাধ্যমে অনলাইন ট্রেডিং শেখানোর নামে প্রতারণা শুরু করে। ভুয়ো ওয়েবসাইট এবং ইমেলের মাধ্যমে মহিলাকে বিনিয়োগের জন্য উৎসাহিত করা হয়। তাঁকে বিপুল মুনাফার ভুয়ো তথ্য দেখানো হয়, যা তাঁকে আরও বিনিয়োগে প্রলুব্ধ করে। মহিলা ধাপে ধাপে প্রতারকদের দেওয়া বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩.৭৫ কোটি টাকা স্থানান্তর করেন। আরও পড়ুন: West Bengal Police Helpline No For Nepal: নেপালে অশান্ত পরিস্থিতি! আটকে পড়া পর্যটকদের সহায়তায় হেল্পলাইন নম্বর চালু করল পশ্চিমবঙ্গ পুলিশ
মহিলা যখন তাঁর টাকা তুলতে চান, প্রতারকরা প্রসেসিং ফি এবং কর বাবদ অতিরিক্ত টাকা দাবি করেন। এই সময় মহিলার মনে সন্দেহ জাগে। টাকা না দেওয়ায় প্রতারকরা তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এরপর তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন।বিষয়টি নিয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।
সতর্কতা
সোশ্যাল মিডিয়ায় অপরিচিত লিঙ্কে ক্লিক করা বা ব্যক্তিগত তথ্য প্রদান এড়িয়ে চলুন এবং বিনিয়োগের প্রলোভন দেখানো ভিডিও বা গ্রুপের সত্যতা যাচাই করুন। সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখলে স্থানীয় পুলিশ বা সাইবার ক্রাইম ইউনিটে যোগাযোগ করুন।
ম্যাকাফির মতো সংস্থা ডিপফেক শনাক্তকরণ টুল তৈরি করছে, যা এ ধরনের প্রতারণা শনাক্তে সাহায্য করতে পারে। তবে, এই ঘটনায় ৫৭ বছর বয়সী প্রতারকদের চতুর কৌশলে পড়ে সর্বস্বান্ত হয়েছেন।