রেশমা ও প্রশান্ত (ছবিঃX)

নয়াদিল্লিঃ স্ত্রীকে (Wife) খুন (Murder) করে দুর্ঘটনা বলে ঘটনার মোড় ঘোরানোর ছক শেষমেশ পুলিশের জালে ধৃত স্বামী ঘটনাটি ঘটেছে বেঙ্গুললরুর বিজয়নগরে পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম প্রশান্ত কাম্মার বয়স ৩২ পেশায় ইলেক্টিশিয়ান ইনস্টাগ্রামে রেশমা কাম্মার নামে এক মহিলার সঙ্গে আলাপ হয় তার মহিলার স্বামী মারা যান ১৫ বছরের একটি মেয়েও রয়েছে তাঁর সব জেনেই মাস আগে ওই মহিলাকে বিয়ে করে প্রশান্ত বেঙ্গালুরুর মারাগোন্দানাহাল্লিতে থাকা শুরু করে এই দম্পতি কিন্তু বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয় সম্প্রতি বেঙ্গালুরুর মারাগোন্দানাহাল্লির বাড়ির শৌচালয় থেকে উদ্ধার হয় ওই মহিলার দেহ

স্ত্রীকে খুন স্বামীর, শৌচালয় থেকে উদ্ধার দেহ

প্রথমে অভিযুক্ত স্বামী জানায়, ইলেক্ট্রিক শক লেগে মৃত্যু কিন্তু পুলিশকে মৃতার মেয়ের জানায়, পালিত বাবার সঙ্গে ঝগড়া হয়েছিল মায়ের ঘরের দরজা বন্ধ করে পড়ছিল মেয়ে বাইরে বেরিয়ে মায়ের দেহ পড়ে থাকতে দেখে সে এরপরই সন্দেহ হয় পুলিশের জিজ্ঞাসাবাদ করা হয় প্রশান্তকে শেষমেশ পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার করে অভিযুক্ত পুলিশকে সে জানায়, শ্বাসরোধ করে স্ত্রীকে খুন করেছে সে ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে খুন-সহ একাধিক মামলা রুজু করা হয়েছে গত ১৭ অক্টোবর তাকে আদালতে তোলা হলে তাকে আপাতত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত

সোশ্যাল মিডিয়ায় আলাপ, ১৫ বছরের মেয়েকে নিয়ে দ্বিতীয় বিয়ে, শেষমেশ স্বামীর হাত খুন মহিলা