Fake Babas Arrested (Photo Credit: X)

নয়াদিল্লি: উত্তরাখণ্ড (Uttarakhand) সরকারের 'অপারেশন কালানেমি' অভিযানে ১৪ জন ছদ্মবেশী বাবাকে গ্রেপ্তার (Arrested) করা হয়েছে। এই অভিযানের মাধ্যমে নকল 'বাবা'দের বিরুদ্ধে প্রতারণা ও ধর্মান্তরিত করার অভিযোগ রয়েছে। পুলিশের মহাপরিদর্শক নীলেশ আনন্দ ভরানে এখানে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে 'অপারেশন কালানেমি' অভিযানের আওতায় রাজ্যের ৫,৫০০ জনেরও বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যার মধ্যে ১,১৮২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিক।

আরও পড়ুন: Lunar Eclipse: চন্দ্রগ্রহণ মিটতেই বারাণসীতে গঙ্গাস্নানের হিড়িক, দেখুন ভিডিয়ো

ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা, আসাম এবং মহারাষ্ট্রের মতো অঞ্চলে বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের শনাক্ত করতে স্থানীয় পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে।