নয়াদিল্লি: সোনিয়া গান্ধী (Sonia Gandhi) ও রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে এক বাংলাদেশি সাংবাদিক এবং ভারতীয় মহিলা সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর (FIR) নথিভুক্ত হয়েছে। কর্ণাটক প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য শ্রীনিবাস জি-র অভিযোগের ভিত্তিতে, বাংলাদেশি সাংবাদিক সালাউদ্দিন সোয়েব চৌধুরি ও ভারতীয় নিউজ পোর্টালের এক মহিলার বিরুদ্ধে বেঙ্গালুরুতে এফআইআর দায়ের হয়েছে।
সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর একটি বিদেশি গুপ্তচর সংস্থার সঙ্গে যোগসাজস রয়েছে বলে এক্স হ্যান্ডলে পোস্ট করেছিলেন বাংলাদেশি সাংবাদিক। সেই পোস্টটি ভারতের নিউজ পোর্টালে শেয়ার করেন অদিতি। দু'জনের বিরুদ্ধে বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস থানায় ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬ ধারা অনুযায়ী, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি ও ৩৫৩(২) ধারা অনুযায়ী ভুল তথ্য প্রচার করে ঘৃণা ছড়ানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।