Rashid Khan vs Liton Das. (Photo Credits:X)

BAN vs AFG Live Streaming: এশিয়া কাপে (Asia Cup Cricket 2025) আজ, মঙ্গলবার 'ডু অর ডাই' ম্যাচে মুখোমুখি বাংলাদেশ (Bangladesh) ও আফগানিস্তান (Afghanistan)। আবুধাবিতে গ্রুপ বি-র এই গুরুত্বপূর্ণ ম্য়াচে রশিদ খানের (Rashid Khan) দলের কাছে হারলে বিদায় নেবেন লিটন দাস (Liton Das)-রা। মানে টুর্নামেন্টে টিকে থাকতে হলে বাংলাদেশকে আজকের ম্য়াচে জিততেই হবে। কারণ টুর্নামেন্টে তাদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে গিয়েছে বাংলাদেশ। আজ তাই জেতা ছাড়া আর পথ নেই লিটন-মুস্তাফিজুরদের সামনে। আফগানদেরও এই ম্যাচ জিততে হবে, তবে হারলেও তাদের সামনে একটা সুযোগ থাকছে, শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে ওঠার। তবে সেক্ষেত্রে নেট রানরেটে ঠিক হবে গ্রুপ বি থেকে কোন দুটি দল সুপার ফোরে খেলবে।

খাতায় কলমে এগিয়ে আফগানিস্তান, জিততে মরিয়া বাংলাদেশ

খাতায় কলমে আফগানিস্তান শক্তিশালী। রশিদ খানের দলে ম্য়াচ উইনারের সংখ্য়া লিটন ব্রিগেডের চেয়ে বেশি। দুই দলের ব্য়াটিং, পেস বোলিং ও স্পিনের শক্তিতে বাংলাদেশকে টেক্কা দিচ্ছে আফগানরা। কিন্তু মিডল অর্ডারে তুলনায় কিছুটা শক্তিশালী বাংলাদেশ। তবে টি-২০ কয়েকটা বলের খেলা, ফেভারিট বা খাতায় কলমে শক্তিশালী দল সবসময় জেতে না।

এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা--

গ্রুপ বি-তে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ কবে, কোথায় আয়োজিত হবে

আজ ১৬ সেপ্টেম্বর, আবুধাবিতে আয়োজিত হবে ম্য়াচটি

ভারতীয় সময় কখন থেকে শুরু হবে খেলাটি?

ভারতীয় সময় রাত ৮টা ও বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা থেকে শুরু হবে খেলাটি।

টিভিতে কোন চ্যানেলে সরাসরি দেখানো হবে?

সোনি স্পোর্টসের বিভিন্ন চ্য়ানেলে সরাসরি সম্প্রচার করা হবে খেলাটি।

ইন্টারনেটের মাধ্যমে কোথায় সরাসরি দেখা যাবে খেলাটি?

সোনি লিভ অ্যাপ ও ফ্যান কোডের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলাটি

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দুই দেশের মুখোমুখির হিসাব

মোট ম্যাচ: ১২

আফগানিস্তান জয়ী: ৭

বাংলাদেশ জয়ী: ৫

(শেষ তিনটি মুখোমুখি সাক্ষাতে বাংলাদেশ জয়ী ২টি, আফগানিস্তান ১টি)