Photo Credits: ANI

নয়াদিল্লি:  আগামী রবিবার অর্থাৎ ১৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন (Prime Minister Narendra Modi's birthday)। সেই উপলক্ষে ইতিমধ্যে চারিদিকে প্রস্তুতি শুরু হয়ে গেছে। দেশের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মী-সমর্থক ও মোদি অনুগামীরা বিভিন্ন ভাবে দিনটিকে উদযাপন করার পরিকল্পনা নিয়েছেন।

এর মাঝেই শনিবার অভিনব উপায়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পালন করার পরিকল্পনা নিতে দেখা গেল সুরাটের (Surat) অটো চালকদের (Auto-rickshaw drivers)। ১৭ সেপ্টেম্বর ঘরের ছেলে নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে তাঁদের অটোতে যে কেউ সওয়ারি হলেই তাঁকে দেওয়া হবে বিশেষ ছাড় (special discounts to customers)। সুরাটের রাস্তায় দাঁড়িয়ে এই ছাড়ের কথা ঘোষণা (announced ) করে নিজেদের অটোর পিছন দিকে পোস্টারও মারতে দেখা যায় চালককে।

দেখুন ভিডিয়ো:

এপ্রসঙ্গে গুজরাটের (Gujarat) সুরাটের বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি বলেন, "প্রধানমন্ত্রী মোদির জন্মদিন উপলক্ষে এক হাজার অটো চালক ৩০ শতাংশ ছাড় (discount) দেওয়ার কথা ঘোষণা করেছেন। আর ৭৩ জন অটো চালক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৩তম জন্মদিন ( 73rd birthday of PM Modi) উপলক্ষে ১০০ শতাংশ ছাড় দেওয়ার কথা জানিয়েছেন। তাঁদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। আরও পড়ুন : Yogi Launched WhatsApp Channel: জনতার সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা ! হোয়াটসঅ্যাপ চ্যানেল চালু করলেন যোগী

দেখুন ভিডিয়ো: