Assam: কাজিরাঙা জাতীয় উদ্যানে হাতির পিঠ থেকে পড়ে আহত ৪ পর্যটক
Kaziranga National Park (Photo Credits: ANI)

অসম, ৬ ফেব্রুয়ারিঃ কাজিরাঙা জাতীয় উদ্যানে (Kaziranga National Park) ভ্রমণে গিয়ে হাতির (Elephant) পিঠ থেকে পড়ে আহত ৪ পর্যটক। অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানে হাতির সাওয়ারি করার সময়ে হাতির পিঠ থেকে পড়ে যান পর্যটকরা। তাঁদের মধ্যে একজন গুরুতর চোট পেয়েছেন বলেই খবর।

আরও পড়ুনঃ নারকীয় হত্যা,পরিবারের সামনেই বিজেপি নেতাকে কুপিয়ে খুন মাওবাদীদের

বিভাগীয় বন কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দুই সওয়ারি হাতি একে অপরের সঙ্গে ক্ষুদ্র সংঘর্ষে জড়িয়ে পড়ে। যার ফলে হাতির পিঠে থাকা চার পর্যটক মাটিতে পড়ে যান। আহতদের মধ্যে একজনের চোট বেশ গুরুতর। আহতদের চিকিৎসার জন্যে দ্রুত তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন বনদপ্তর কর্মীরা। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের জোড়হাট মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

আরও পড়ুনঃ টোল প্লাজায় দুষ্কৃতী হামলা,ম্যানেজার এবং কর্মীকে মারধর

এক বনদপ্তর কর্মকর্তা জনান, ‘জঙ্গল সাফারির জন্যে আমাদের কাছে বহু হাতি রয়েছে। হাতির পিঠে সওয়ারির সময়ে কখনও কখনও পর্যটকরা কাছ থেকে গন্ডার দেখার জন্যে অনুরোধ করেন। এমন সময় গুলোতে কখনও কখনও হাতিরা সামান্য সংঘর্ষে লিপ্ত হয়।