নয়া দিল্লি, ১ এপ্রিলঃ সোমবার ইডি হেফাজতের মেয়াদ শেষ হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)। আজ ১ এপ্রিল আপ সুপ্রিমোকে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে পেশ করা হয়। বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। জানা গিয়েছে, এদিন আদালতে মুখ্যমন্ত্রীকে নিজেদের হেফাজতে রাখার আবেদন জানায়নি ইডি। বরং তাঁর জেল হাফাজতের আর্জি জানানো হয়। ইডি আইনজীবীর আদেবন মঞ্জুর করেন বিচারক। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রীর ঠিকানা তিহার জেল (Tihar Jail)।
কেজরিওয়ালের (Arvind Kejriwal) দু দফার ইডির মেয়াদ শেষ হয়েছে। সোমবার আদালতে ইডি আরও জানান, জেরায় দিল্লির আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত মুখ্যমন্ত্রী তাঁর মন্ত্রীসভার দুই মন্ত্রী অতিশী এবং সৌরভ ভরদ্বাজ নাম উল্লেখ করেছেন। কেজরি তাঁদের জানিয়েছেন, মদ নীতি মামলায় অন্যতম অভিযুক্তদের মধ্যে একজন বিজয় নায়ার রিপোর্ট করতেন অতিশী এবং সৌরভের কাছে, তাঁর কাছে নয়। এমনকি বিজয়ের সঙ্গে তাঁর যোগাযোগও ছিল খুব সীমিত। এদিন আদালতে উপস্থিত ছিলেন কেজরি পত্নী সুনীতা। এছাড়াও শুনানিতে এসেছিলেন দিল্লির দুই মন্ত্রী অতিশী এবং সৌরভ ভরদ্বাজ।
কেজরিওয়ালের আইনজীবী জানাচ্ছেন, জেলের মধ্যে পড়ার জন্যে তিনটি বই নিজের কাছে রাখার অনুমতি চেয়েছেন মুখ্যমন্ত্রী। বইগুলো হল, ভগবদ্গীতা, রামায়ণ এবং সাংবাদিক নীরজা চৌধুরীর লেখা প্রধানমন্ত্রী সম্পর্কে একটি বই। এই তিনটি বই নিয়ে জেলে যেতে চেয়েছেন আপ আহ্বায়ক। পরবর্তী শুনানি ১৫ এপ্রিল।
২১ মার্চ মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। আবগারি দুর্নীতি মামলায় ৯ বার ইডির সমন উপেক্ষা করার পর সোজা গ্রেফতার। দুবার ইডি হেফাজতের মেয়াদ শেষ করে এবার ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে অরবিন্দকে। এদিকে ১৯ এপ্রিল থেকে শুরু লোকসভা ভোট। রাজনৈতিক মহলের আশঙ্কা, আপের শিরদাঁড়া কেজরিওয়াল। তাকেই যদি ভেঙে দিয়ে এভাবে জেলের মেয়াদ ক্রমাগত বাড়তে থাকে তাহলে আম আদমি পার্টির (Aam Aadmi Party) ভবিষ্যতের উপর বড় প্রশ্ন চিহ্ন ঝুলছে।