নয়া দিল্লি, ১ জুনঃ শেষ হয়েছে চব্বিশের লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024)। ভোট মিটতেই বিশেষজ্ঞরা এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা আলোচনা নিয়ে বসে পড়েছেন। এরই মাঝে আপ (Aam Aadmi Party) অন্দর ঘিরল হতাশায়। ২ জুন তিহাড় জেলে (Tihar Jail) ফিরতে হবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal)। শনিবার, ১ জুন ভোট পর্ব মেটার পাশাপাশি কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের মেয়াদও শেষ হয়েছে। ২ জুন তাঁকে আত্মসমর্থনের নির্দেশ আগেই দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।

মুখ্যমন্ত্রীর অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়ে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিল আপ নেতৃত্ব। অরবিন্দের (Arvind Kejriwal) ওজন কমে যাওয়া এবং সেই সঙ্গে পিইটি-সিটি স্ক্যান-সহ একাধিক গুরুত্বপূর্ণ শারীরিক পরীক্ষা করার কারণ দেখিয়ে অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দারস্ত হয়েছিল আপ। এদিকে কেজরীওয়ালের বিরুদ্ধে নিজের স্বাস্থ্য সম্পর্কে 'মিথ্যা মেডিক্যাল রিপোর্ট' আদালতে জমা দেওয়ার অভিযোগ তুলল ইডি। শনিবার রাউস অ্যাভিনিউ আদালতে ইডির আইনজীবী জানান, জেলের মধ্যে মুখ্যমন্ত্রীর ওজন কমেছে বলে যে দাবি করা হয়েছিল তা অসত্য। বরং উলটে তাঁর ওজন বেড়েছে। ইডির বক্তব্য শোনার পর মামলার রায় সংরক্ষিত রাখার ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট।

গত ২১ মার্চ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এরপর চব্বিশের লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়। ভোটকে নজরে রেখে দলের প্রচারের জন্যে আপ আহ্বায়ককে গত ১০ জুন অন্তর্বর্তী জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। ১ জুন মেয়াদ শেষে ২ জুন তিহার জেলে গিয়ে আত্মসমর্পনের নির্দেশ দেওয়া হয়েছিল কেজরিকে।