চণ্ডীগড়, ২৩ সেপ্টেম্বর: ডেয়ারি কমপ্লেক্স ভেঙে পড়ায় ১৩টি গরুর মৃত্যু হল৷ মঙ্গলবার সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের লুধিয়ানায়৷ মৃতদের মধ্যে গরুর পাশাপাশি রয়েছে একটি ষাঁড়ও৷ তবে এটাই স্বস্তির যে, বিপদের আঁচ পেয়ে কোনওরকমে প্রাণে বাঁচেন ওই ডেয়ারি ফার্মের শ্রমিকরা৷ লুধিয়ানার হাইবোয়াল ডেয়ারি কমপ্লেক্সে দুর্ঘটনাটি ঘটে৷ হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুসারে দুর্ঘটনাগ্রস্ত ডেয়ারি কমপ্লেক্সের মালিক জানিয়েছেন, অতিরিক্ত বৃষ্টির জেরে দুর্ঘটনাটি ঘটেছে৷ ফার্মের পিছনে রয়েছে বন্ধ হয়ে যাওয়া নর্দমা৷ টানা বৃষ্টিতে পরিস্থিতি এতটাই খারপ হল যে এই দুর্ঘটনা ঘটে গেল৷ মঙ্গলবার সন্ধায় ভেঙে পড়ল ডেয়ারি ফার্মের ছাদের একাংশ৷ দুর্ঘটনায় আটটি গরু, চারটি বাছুর একটি ষাঁড়-সহ মোট ১৩টি গবাদি পশুর প্রাণ গেছে৷ আরও পড়ুন-Coronavirus Cases In India: ১৮৭ দিনে সর্বনিম্ন অ্যাক্টিভ রোগী, দেশে ফের বাড়ল করোনা সংক্রমণ
আহতের তালিকায় রয়েছে একটি গরু৷ শিরদাঁড়ায় চোট পাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক৷ মৃত গরুদের বেশিরভাগই ছিল অন্তঃসত্ত্বা৷ সবমিলিয়ে ডেয়ারি মালিকের ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা৷ বিশাল, রবি ও হিরো ভাসান এই তিনভাইয়ের মালিকানায় ছিল এই ডেয়ারি ফার্ম৷ বছর দশেকর ডেয়ারি ফার্মটি দুর্বল হয়ে গিয়েছিল, কারণ লাগোয়া নর্দমা দিয়ে ডেয়ারির বর্জ্যই যেত৷ তায়া টানা বৃষ্টি দুর্ঘটনাকে তরাণ্বিত করল৷