নয়াদিল্লিঃ তরুণীকে অপহরণ (Kidnap) ও খুনের (Murder)অভিযোগ সেনা কর্মীর বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই সেনা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বিয়েতে রাজি না হওয়ায় ওই তরুণীকে খুন করে সে এমনটাই জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, গত ১০ নভেম্বর ওই তরুণীকে ডেকে পাঠায় অভিযুক্ত। এরপর তাঁকে একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানেই ছুরি দিয়ে গলায় কোপ বসানো হয়। ঘটনাস্থলেই ম্রিতু হয় ওই তরুণীর। এরপর তরুণীর দেহ পুঁতে দেওয়া হয়। অন্যদিকে মেয়েকে খুঁজে না পেয়ে গত ১০ নভেম্বর পুলিশে অভিযোগ দায়ের করে তাঁর পরিবার। এরপরই তদন্ত শুরু করে পুলিশ। খতিয়ে দেখা হয় আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ। সেখানেই অভিযুক্ত যুবককে বাইকে করে ওই তরুণীকে নিয়ে যেতে দেখা যায়। এরপর ১৫ নভেম্ভর উদ্ধার হয় তরুণীর দেহ। ঘটনাস্থল থেকেই উদ্ধার হয় একটি ব্যাগ। যা দেখে তরুণীকে শনাক্ত করা হয়। এরপরই সন্দেহভাজন ব্যক্তির খোঁজ শুরু করে পুলিশ। অবশেষে দীপক নামে ওই সেনা কর্মীকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের সময়ে দীপক স্বীকার করে, ওই তরুণীর সঙ্গে ইনস্টাগ্রামে পরিচয় হয় তার। মেয়েটি সেনাবাহিনীতে কর্মরত কাউকে বিয়ে করতে চেয়েছিল এবং এ ভাবেই তাঁদের সম্পর্ক শুরু হয়েছিল। ৩০ নভেম্বর অন্য একজন মহিলাকে বিয়ে করার কথা থাকলেও মেয়েটি দীপককে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল। বিয়ের প্রস্তাবে রাজি হননি ওই তরুণী। আর তাই তাঁকে খুন করা হয় বলে নিজের মুখে স্বীকার করে অভিযুক্ত দীপক।
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে গলা কেটে খুন, গ্রেফতার সেনাকর্মী
प्रयागराज में आर्मी जवान (फौजी) ने 17 साल की प्रेमिका की हत्या कर दी। शव एक बाग में दफना दिया। प्रेमिका इंटरमीडिएट की छात्रा थी। फौजी की शादी होने वाली थी। प्रेमिका अपने साथ शादी करने की जिद पर अड़ी थी।
फौजी ने प्रेमिका को रास्ते से हटाने का प्लान बनाया। उसने 10 नंवबर को अपनी… pic.twitter.com/EukYF9U2XK
— Shivani Sahu (@askshivanisahu) November 18, 2025