Stop Rape (Photo Credit: Latestly)

ওয়াইএসআর কাডাপা, ৪ অক্টোবর: ৯ বছরের মেয়েকে প্রেমিকার সহযোগিতায় ধর্ষণ করল বাবা৷ এখানেই শেষ নয়, প্রেমিকের কুকীর্তিকে ক্যামেরাবন্দি করল প্রেমিকা৷ নারকীয় ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) ওয়াইএসআর কাডাপা জেলায়৷ গত ২৫ সেপ্টেম্বর নির্যাতিতা নাবালিকা ও তার মায়ের তরফে অভিযোগ দায়ের হয়েছে৷ রবিবার ৪৬ বছরের ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ গ্রেপ্তারির পরেই ধৃতর মোবাইল থেকে সেই নারকীয় ঘটনার ছবি ও ভিডিও খুঁজে পেয়েছে পুলিশ৷ টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে নির্যাতিতার অভিযোগ, বাবা তাকে দুবার ধর্ষণ করেছে৷ সেই সঙ্গে গোটা ঘটনা ক্যামেরাবন্দি করে রেখেছে৷ ধৃত তার স্ত্রীর সঙ্গে থাকে না৷ সম্প্রতি মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিল সে৷ আরও পড়ুন-Mahant Nritya Gopal Das Health Update: শ্বাসকষ্টের সমস্যা, মেদান্ততে চিকিৎসাধীন রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান মহান্ত নৃত্যগোপাল দাস

গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে পাষণ্ড বাবা ও তার প্রেমিকা আকণ্ঠ মদ্যপানের পর নাবালিকাকেও জোর করে মদ খাওয়ায়৷ তারপর চলে নারকীয় অত্যাচার৷ পর পর দু’বার ধর্ষণের পর কোনওক্রমে সেখান তেকে পালিয়ে যায় নির্যাতিতা৷ গোটা ঘটনা মাকে জানায়৷

মা মেয়ের অভিয়োগের ভিত্তিতে রবিবার ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারা ও পকসো আইনে মামলা রুজু হয়েছে৷ আদালত ধৃতকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷