প্রকাশম, ২০ ফেব্রুয়ারিঃ যাত্রী বোঝাই অটোয় সোজা গিয়ে ধাক্কা দিল গাড়ি। অটোর মধ্যে থাকা চারজন যাত্রীর মধ্যে তিন জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। দুজন গুরুতরভাবে জখম হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায় অমরাবতী-অনন্তপুর এক্সপ্রেসওয়ের (Amaravati-Anantapur Expressway) কাছে পুসালাপাদু গ্রামে এই দুর্ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুনঃ হায়দরাবাদে পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু, আহত আরও ৪ জন, দেখুন
দুর্ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপার জানান, অটোর (Auto) সঙ্গে দ্রুত গতির ওই গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে। জোর সংঘর্ষের ফলে অটোয় আগুন জ্বলে ওঠে। অটোর মধ্যে থাকা তিন যাত্রী অগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান। বাকি দুই যাত্রী অগ্নিদগ্ধ হলেও প্রাণে বেঁচে গিয়েছেন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের চিকিৎসা চলছে।
দুর্ঘটনার কারণ প্রসঙ্গে জানা গিয়েছে, গাড়ির চালকের চোখ লেগে যাওয়ার সোজা অটোয় গিয়ে ধাক্কা মারে। চালককে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। দায়ের হয়েছে অভিযোগ। চলছে তদন্ত।