আমূল (Photo Credits: @Amul_Coop)

নতুন দিল্লি, ৪ মার্চ: বিশ্বজুড়ে করোনাভাইরাসের (COVID-19) দাপটে মানুষ একেবারে অসহায় পরস্থিতিতে এসে পৌঁছেছে। এই দেখে ভারতের ডেয়ারি প্রডাক্টের অন্যতম সংস্থা আমূল তৈরি করে ফেলল একটি জনস্বার্থ বিজ্ঞাপন। নিরাপদে থাকতে সব ধরনের সুরক্ষা নিন এই বার্তা দিয়ে সেই বিজ্ঞাপন প্রকাশিত হল আমূলের টুইটার হ্যান্ডলে। বিজ্ঞাপনী শিরোনামটি একেবারে কৌতুকের আকারে লেখা হয়েছে, ‘বেটার সাফ দ্যান স্যরি’, যার বাংলা দাঁড়ায়, ‘দুঃখিত হওয়ার থেকে পরিচ্ছন্ন থাকা ভাল।’ ইতিমধ্যেই আমূলের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে এই নয়া বিজ্ঞাপন হাজারেরও বেসি লাইক পেয়ে গিয়েছে। বিজ্ঞাপনে দেখা যাচ্ছে বেসিনে যত্ন করে হাত দুচ্ছে একটি মেয়ে। মূলত করোনাভাইরাস থেকে বাঁচতে সুরক্ষিত থাকার বক্তব্য রয়েছে ছবির সঙ্গে।

পোস্টটি প্রায় সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনরাও এর পরিপ্রেক্ষিতে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ লিখেছেন ভীষণই সৃজনশীল ও সময়োপোযোগী। কেউ বলেছেন, একমাত্র সুরক্ষাই এর থেকে বাঁচাতে পারে। দয়া করে সচেতনতা বৃদ্ধি করুন। কেউ লিখেছেন, করোনার মোকাবিলা করতে ভয় পেও না। সবসময়ই ছাপ রেখে যায়, লিখেছেন এক নেটিজেন। আরও পড়ুন- Supreme Court Allowed Trading In Cryptocurrency: সুপ্রিম রায়ে বাতিল ক্রিপ্টোকারেন্সির লেনদেনের উপরে রিজার্ভ ব্যাংকের চাপানো

ইটালি, ইরান, দক্ষিণ কোরিয়া ও জাপান থেকে যারা ভারতে আসছেন, তাঁদের দিকে কড়া নজর রেখেছে সরকার। করোনার প্রকোপ কমাতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সোমাবর ব্রমণ পরামর্শ গাইড চালু করেছে। এবার থেকেই সেই গাইড মেনেই নতুন ভিসা দেওয়া হবে। এখনও পর্যন্ত বারতে করোনাভাইরাসের প্রমাণ হিসেবে ২৮টি ঘটনা সামনে এসেছে। বিশ্বজুড়ে এই ভাইরাস ৬০টি দেশকে গ্রাস করে ফেলেছে। ঠান্ডা লাগা, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট করোনার মূল উপসর্গ।