নতুন দিল্লি, ১৩ মে: আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও আন্দামান উপকূলে আছড়ে পড়তে চলেছে সাইক্লোন আম্ফান (Amphan cyclone)। বঙ্গোপসাগরে এমন সাইক্লোনের পরিস্থিতি তৈরি হলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ যে তার আঁচ থেকে রেহাই পাবে না তা স্পষ্ট। এর জেরে আগামী দুদিন রাজ্যে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমন পূর্বাভাস শোনালো দিল্লির মৌসম ভবন। কিছুদিনের জন্য সাইক্লোন আম্ফান দেরি করলেও তার আসা একেবারে নিশ্চিত। গত ১ মে থেকে সাইক্লোনের জেরে আরব সাগর ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবেই রাজ্যে আগামী দুদিন ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে জোরো হাওয়া।
গত সপ্তাহের শেষ দিকে সাইক্লোনের শক্তি কমলেও তা পুরোপুরি শেষ হয়নি। চলতি মাসের শুরুতেই আবহাওয়া দপ্তরের একের পর এক বার্তায় স্পষ্ট করে মরশুমের প্রথম ঘূর্ণিঝড় আম্ফানের উল্লেখ করা হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, চলতি মাসের ১৯-২০ তারিখ নাগাদ ঘূর্ণিঝড় আম্ফান আছড়ে পড়তে পারে ভারতের বুকে। ভারী বৃষ্টিপাতের সঙ্গে রয়েছে প্রবল ঝড়ের পূর্বাভাস। আরও পড়ুন-Nirmala Sitharaman: ২০ লক্ষ কোটির আর্থিক প্যাকেজর বর্ণনা, চারটের সময় সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ
ওড়িশা টিভি.ইন-এর তথ্যানুসারে আগামী ১৯-২০ তারিখে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় আম্ফান। ২০ তারিখ পর্যন্ত ঘূর্ণিঝড়ের শক্তি ভারত মহাসাগরে অক্ষুন্ন থাকবে। দক্ষিণ আন্দামান সাগরে ঘনাবে বজ্রগর্ভ মেঘ। দিল্লির মৌসম ভবন জানাচ্ছে, বঙ্গে বর্ষা আসতে এখনও দেরি আছে। তার আগে এই ঘূর্ণিঝড় আম্ফান দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু রাজ্যে প্রবেশের আগেই বঙ্গোপসাগর লাগোয়া এলাকায় আগাম বর্ষার একটা সম্ভাবনা তৈরি করেছে। ১৬ মেথেকে দক্ষিণ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।