নতুন দিল্লি, ৯ ডিসেম্বর: করোনার প্রকোপে ব্যবসায় ক্ষতি হয়েছে। এবার তার জেরে ৩০০-রও বেশি কর্মী ছাঁটাই করল Oyo Hotels and Homes। গত এক সপ্তাহে Oyo Hotels and Homes তার অপারেশনাল টিম থেকে এই কর্মী ছাঁটাই অভিযান করেছে। লাইভ মিন্টের রিপোর্ট অনুসারে বর্তমান পরিস্থিতিতে ওই সংস্থা মিনিমাম বিজনেস গ্যারান্টি মডেল অনুসরণ করছে। এর থেকে রাজস্ব পেতে গেলে কম লোককে কাজে লাগাতে হবে। তাই Oyo Hotels and Homes সেই পন্থা অবলম্বন করেছে। এবং সেকারণে অ্যাপ ক্যাব সংস্থা ওলা কর্মী ছাঁটাই করেছে। এখন থেকে হোটেল পার্টনারের কাছেও টাকার অংশীদারী ভাগ চাইবে Oyo Hotels and Homes। আরও পড়ুন-Amit Shah's Meeting With Farmer Leaders: শাহর কথাতেও অনড় কৃষক নেতারা, আজ আর বৈঠক নয় আসবে প্রস্তাব
Oyo Hotels and Homes মিনিমাম গ্যারান্টি দিতে পারে অথবা হোটেল চত্বরে ম্যানেজমেন্ট কর্মী সরবরাহ বন্ধ করতে পারে। গুণগত মান ও ধারবাহিকতা বজায় রাখতে সংস্থাকে এই পন্থা মেনে চলতেই হবে। নতুন রেভেনিউ শেয়ারিং মডেলে গোটা প্রক্রিয়ার দায়বদ্ধতা হোটেল মালিকের কাঁধেই যাচ্ছে। আর অন্যদিকে মার্কেটিংয়ের কাজ করে দেবে Oyo Hotels and Homes। মূলত সারা ভারত জুড়েই অপারেশন টিমের কর্মী ছাঁটাই করেছে Oyo Hotels and Homes। মূলত যেসব জায়গায় করোনার প্রভাবে ব্যবসার ক্ষতি হয়েছে সেখানে ছাঁটাইও বেশিই হয়েছে।