উড়ানে আগুন (ছবিঃX)

নয়াদিল্লিঃ ফের বিমান (Flight)বিভ্রাট। অল্পের জন্য রক্ষা পেলেন ১৭৩ জন যাত্রী। টেক অফের ঠিক আগের মুহূর্তে আগুন লাগল আমেরিকান এয়ারলাইন্সের (American Airlines)এক বিমানে। কালো ধোঁয়ায় ঢাকল বিমানবন্দর। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়াল যাত্রী মহলে। যদিও সংশ্লিষ্ট এয়ারলাইন্স সূত্রে খবর, যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে।

ফের দুর্ঘটনার কবলে বিমান, টেক অফের আগেই লাগল আগুনX

জানা গিয়েছে, স্থানীয় সময় শনিবার সকালে ঘটনাটি ঘটেছে আমেরিকার ডেনভার বিমানবন্দরে। এদিন ১৭৩ জন যাত্রী নিয়ে মায়ামি উড়ে যাওয়ার কথা ছিল আমেরিকার এয়ারলাইন্সের ৩০২৩ বিমানটির। উড়ানের ঠিক আগের মুহূর্তে বিমানটির ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়। সেই সমস্যা মেটাতে মেটাতেই আচমকা আগুন ধরে যায়। ধোঁয়ায় ঢাকে চারিদিক। বাজতে শুরু করে সাইরেন। আতঙ্ক ছড়ায় গোটা বিমানবন্দর চত্বরে। সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হয় ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়। তার উপরেই লাফ দিয়ে বিমান থেকে বের হন যাত্রীরা। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। এই ঘটনায় ৬ জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সাম্প্রতিককালে একের পর এক বিমান দুর্ঘটনা স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করছে।

ফের বিমান বিভ্রাট! টেক অফের সময় উড়ানে আগুন, আতঙ্কে লাফ যাত্রীদের