প্রতীকী ছবি (Photo Credits: File Photo)

হরিয়ানা: চরখি দাদরির রাওয়ালধি-ভিওয়ানি লিঙ্ক রোডে বড়সড় পথ দুর্ঘটনা (Road Accident)। একটি দ্রুতগামী ট্রাক অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় গাড়িতে থাকা বিমান বাহিনীর এক সদস্য মারা যান। আরও পড়ুন: Madhya Pradesh: বন্ধুর পোষ্য কুকুরকে বাঁচাতে গিয়ে জলে ডুবে প্রাণ গেলো যুবকের

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম নিতিন, তিনি বাধওয়ানার বাসিন্দা। নিতিন বিমান বাহিনীর একজন এলডিসি ক্লার্ক ছিলেন। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার দাদরি সিভিল হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের কাছে দেহ হস্তান্তর করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতের পরিবারের এফআইআর দায়ের করেছে। মামলার তদন্ত শুরু হয়েছে।