ভোপাল: বন্ধুর পোষ্য কুকুরকে (Pet Dog) বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের। ২৩ বছর বয়সী যুবকটি ভোপালের মৌলানা আজাদ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির ছাত্র ছিলেন। তিনি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শেষ করার পরেল ইউপিএসসি (UPSC) পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ওই যুবক তাঁর দুই বন্ধু বুধবার সকাল ৭.৩০ টার দিকে কেরওয়া বাঁধ এলাকার জঙ্গল ক্যাম্পে মর্নিং ওয়াক করতে বিয়েছিলেন। এক বন্ধু তাঁর পোষা কুকুরটিকে (Pet Dog) সঙ্গে নিয়ে এসেছিল। জলাশয়ের পাশ দিয়ে হাঁটার সময় কুকুরটি জলে পড়ে যায়। আরও পড়ুন: Blood Not Meant For Sale: সরবরাহ এবং প্রক্রিয়াকরণ ফি ছাড়া রক্তের জন্য দিতে হবে না বেশি টাকা, জানাল ডিজিসিআই (দেখুন টুইট)
কুকুরকে বাঁচানোর চেষ্টায় যুবক জলে ঝাঁপ দেন কিন্তু গভীর জলে তিনি ডুবে যান। অন্য বন্ধুরা চিৎকার করে সাহায্য চান, জঙ্গল ক্যাম্পের প্রহরীরা চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন। তাআ ওই যুবককে খুঁজে না পেয়ে পুলিশ, ডুবুরিকে খবর দেন। এক ঘণ্টা খোঁজাখুঁজির পর যুবকের দেহ উদ্ধার হয়। যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।