শনিবারই নির্বাচন কমিশন ঘোষণা করেছে লোকসভা ভোটের (Lok Sabha Elections 2024) নির্ঘণ্ট। নির্বাচনের দিনক্ষণ সামনে আসতেই বাংলায় (West Bengal) অশান্তির আঁচ ছড়াল। দক্ষিণ চব্বিশ পরগণার বাসন্তী গ্রাম পঞ্চায়েতের পুরন্দর গ্রামে বিজেপি কর্মী সুপ্রভা মজুমদারের বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে। রেহাই পায়নি ১৭ বছরের মেয়ে এবং ৭৫ বছরের বৃদ্ধও। শনিবার রাতে সুপ্রভার বাড়িতে ঢুকে লোহার রোড এবং কোদালের বাঁট দিয়ে পরিবারের সদস্যের নির্মম ভাবে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত গুণ্ডাদের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় তিনজনই হাসপাতালে ভর্তি। বাংলায় ভোট পূর্ববর্তী হিংসার ঘটনার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চরম নিন্দা করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)।
আহতদের ছবি নিজের এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করে শাসক দলের অক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে অমিত লিখেছেন, 'পশ্চিমবঙ্গে ভোট পূর্ববর্তী হিংসা শুরু। বরাবরের মতই মুখ্যমন্ত্রী চোখ ঘুরিয়ে রয়েছেন'। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে দেশের সবচেয়ে অযোগ্য মুখ্যমন্ত্রীর তকমাও দিয়েছেন তিনি।
দেখুন অমিতের টুইট...
Pre-poll violence begins in West Bengal! Home Minister Mamata Banerjee, like always, is looking the other way… She is not just the most incompetent CM and HM across India but also sinister.
In Purandar village of Basanti Gram Panchayat, BJP worker Suprabha Majumdar and… pic.twitter.com/diGaEfvWnE
— Amit Malviya (मोदी का परिवार) (@amitmalviya) March 17, 2024
তবে শুধু বাসন্তীর পুরন্দর পুর নয়, শনিবার ভোটের দিনক্ষণ ঘোষণার পর রাজ্যের আরও কিছু জায়গায় হিংসার আগুন ছড়িয়েছে। তার মধ্যেই রয়েছে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর। সেখানে এক বিজেপি কর্মীর দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগে উত্তপ্ত এলাকা। সেই অভিযোগের তিরও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। যদিও তৃণমূলের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে।