পুদুচেরি, ১৭ ফেব্রুয়ারি: মঙ্গলবার রাতে পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর পদ থেকে আচমকাই সরিয়ে দেওয়া হল কিরণ বেদিকে (Kiran Bedi)। পুদুচেরিতে ভোটের মুখে কিরণ বেদির অপসারণ ঘিরে তৈরি হয়েছে জল্পনা। এদিন পুদুচেরির সমাজ কল্যাণ মন্ত্রী কান্দাস্বামী অভিযোগ করেন, গত সাড়ে চার বছর ধরে প্রধানমন্ত্রী এবং কিরণ বেদি কংগ্রেস সরকারকে নানাভাবে বিব্রত করে গেছে। তবে অপসারিত হওয়ার পরেও সৌজন্যতা বজায় রেখেছেন কিরণ বেদি। এক টুইট বার্তায় কেন্দ্রকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। নিখেছেন, “পুদুচেরির এমন গুরুত্বপূর্ণ দায়িত্বভার তাঁকে দেওয়ার জন্য ভারত সরকারকে ধন্যবাদ। যাঁরা এক্ষেত্রে তাঁর সঙ্গে একেবারে কাছ থেকে কাজ করেছেন, তাঁদেরও ধন্যবাদ জানান তিনি। আমি গভীর তৃপ্তির সঙ্গে বলতে পারি, এইসময়কালে টিম রাজনিবাস বৃহত্তর জনস্বার্থে আন্তরিকভাবে কাজ করেছে।” আরও পড়ুন-Cyber Crime: এবার ডোনা গাঙ্গুলির নামে ভুয়ো ফেসবুক পেজ, দেখুন ছবি
Thank all those who were a part my journey as Lt Governor of Puducherry—
The People of Puducherry and all the Public officials. 🙏 pic.twitter.com/ckvwJ694qq
— Kiran Bedi (@thekiranbedi) February 17, 2021
তবে লেফটেন্যান্ট গভর্নরের পদে থাকাকালীন বিতর্কিত টুইটের জন্য বারংবার শিরোনামে এসেছেন কিরণ বেদি। পুদুচেরি এখন রাজনৈতিক সংকট। এই পরিস্থিতিতে তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দরারাজনকে দেওয়া হয়েছে অতিরিক্ত দায়িত্ব। নতুন লেফটেন্যান্ট গভর্নর দায়িত্ব না নেওয়া পর্যন্ত তিনিই পুদুচেরির দেখভাল করবেন। গতমাসে চার কংগ্রেস বিধায়ক ইস্তফা দিয়েছেন। এরপরেই পুদুচেরিতে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলে শাসকদল কংগ্রেস। তারজেরে এই রাজনৈতিক ডামাডোল ও লেফটেন্যান্ট গভর্নরের পদ থেকে কিরণ বেদির অপসারণ।