মুম্বই, ৮ অগাস্ট: করোনাকে ( COVID-19) জয় করলেন অভিনেতা অভিষেক বচ্চন (Actor Abhishek Bachchan)। করোনাাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠলেন তিনি। আজ দুপুরে অভিষেক নিজেই এই খবর দেন। তিনি লেখেন, "প্রতিশ্রুতি রাখলাম। আজ বিকেলে আমার কোভিড -১৯ পরীক্ষা নেগেটিভ এসেছে। আমি আপনাদের বলেছিলাম যে আমি করোনাকে হারাব। আমার এবং আমার পরিবারের জন্য প্রার্থনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। নানাবতী হাসপাতালের চিকিৎসক এবং নার্সিং কর্মীদের প্রতি তাদের চিরকালের জন্য কৃতজ্ঞ। ধন্যবাদ!"

কয়েকদিন আগেই করোনাকে জয় করছেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। রবিবার মুম্বইয়ের নানাবতী হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। ১২ জুলাই কোভিড ১৯ পজিটিভ হওয়ায় হাসপাতালে ভরতি করতে হয়েছিল অমিতাভ বচ্চনকে। পরে অভিষেক, ঐশ্বর্যা রাই বচ্চন ও আরাধ্যা বচ্চনও করোনা পজিটিভ হন। বাবা অমিতাভের মতোই টুইটারে অভিষেক করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন। তিনি লিখেছিলেন, "আজ সকালেই বাবা ও আমি করোনা আক্রান্ত হয়েছি। আমাদের দুজনেরই করোনার হালকা উপসর্গ রয়েছে। আমাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা পরিবার ও বাড়ির কর্মীদের করোনা পরীক্ষার কথা জানিয়েছি। সবাইকে অনুরোধ করব শান্ত থাকবে, ভয় পাবেন না। ধন্যবাদ।" আরও পড়ুন: Sushant Singh Rajput Case Update: সিবিআই-র হাতে তদন্তভার, তাই রিয়ার আবেদন খারিজ হোক; সুপ্রিম কোর্টে আবেদন সুশান্ত সিং রাাজপুতের বাবার

দিন কয়েকের মধ্য়েই ঐশ্বর্যা ও আরাধ্যা সুস্থ হয়ে যান। হালকা উপসর্গ থাকায় খুব দ্রুতই করোনামুক্ত হয়ে বাড়ি ফিরে যান ঐশ্বর্য ও আরাধ্যা। অমিতাভের স্ত্রী জয়া বচ্চন করোনা আক্রান্ত হননি।