Sushant Singh Rajput Case Update: সিবিআই-র হাতে তদন্তভার, তাই রিয়ার আবেদন খারিজ হোক; সুপ্রিম কোর্টে আবেদন সুশান্ত সিং রাাজপুতের বাবার
সুশান্ত সিং রাজপুত(Photo Credits: Facebook)

সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুতে বিহারের পটনায় অভিনেতা রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) সহ কয়েকজনের বিরুদ্ধ এফআইআর দায়ের করেন প্রয়াত অভিনেতার বাবা। এরপরই রিয়া সুপ্রিম কোর্টে আবদন করেন যাতে এই মামলা পটনা থেকে বিহারে সরিয়ে আনা হয়। ১১ অগাস্ট রিয়ার আবেদন শুনবে শীর্ষ আদালত। যদিও তার আগেই আজ শীর্ষ আদালতে পালটা হলফনামা জমা দিলেন সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং (KK Singh)। হলফনামায় তিনি আবেদন করেছেন যে ইতিমধ্যেই মামলার তদন্তভার নিয়েছে সিবিআই। তাই পটনা থেকে মুম্বইয়ে মামলা সরানোর জন্য রিয়া চক্রবর্তীর আবেদন খারিজ করা হোক।

সুপ্রিম কোর্টের হাতে যেতেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত বৃহস্পতিবার থেকে অন্য মোড় নিয়েছে। কারণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিনেতা রিয়া চক্রবর্তী এবং অন্যদের বিরুদ্ধে মামলা রুজু করেছে। সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং এর আগে রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবারের তিন সদস্য সহ পাঁচজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগ তুলে এফআইআর করেছিলেন। আত্মহত্যার প্ররোচণা দেওয়া ছাড়াও অন্যায়ভাবে আটকে রাখা, চুরি, বিশ্বাসভঙ্গ এবং প্রতারণার মামলা রুজু হয়েছে। আরও পড়ুন: Sushant Singh Rajput Case: 'ছিঁড়ে ফেলা সুশান্ত সিং রাজপুতের ডায়রির শেষ কয়েকটি পাতা অভিনেতার তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ', দাবি প্রবীণ আইনজীবীর

সুশান্তের বাবার দায়ের করা এফআইআর-র ভিত্তিতে আর্থিক তছরুমের মামলায় ইডি রিয়া চক্রবর্তীকে গতকাল প্রায় ৮ ঘণ্টা জেরা করেছে। ১৫ অগাস্ট তাঁকে ফের এজেন্সির সামনে হাজির হতে হবে। এদিকে শুধু রিয়াকেই নয়, তাঁর ভাই শৌমিক চক্রবর্তীকেও জেরা করা হচ্ছে। সুশান্তের অ্যাকাউন্ট থেকে তাঁর নামে যে লেনদেন হয়েছে, সেবিষয়েই শৌমিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। আজ তিনি ইডি-র দপ্তরে হাজির হয়েছেন।