বিগত কয়েকদিন ধরে খবরের শিরোনামে রয়েছেন শিক্ষানবিশ আইএএস অফিসার পূজা খেড়কার (Pooja Khedkar)। প্রথমত, তাঁর ব্যক্তিগত বিলাসবহুল গাড়িত লালবাতি ও মহারাষ্ট্র সরকারের লোগো লাগানো নিয়ে বিতর্ক হয়। পরবর্তীকালে ভুয়ো সার্টিফিকেট, ভুয়ো নথি দিয়ে চাকরি পাওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকী তাঁর চাকরি চলে যাওয়ার আতঙ্কও রয়েছে। এইসবের মাঝে এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে অবৈধ নির্মানের। জানা যাচ্ছে, পুনেতে নিজের বাড়ির সামনের অংশে অবৈধ নির্মান করার অভিযোগও রয়েছে। জানা যাচ্ছে, পূজার বাড়ির সামনেই পাকা বড় রাস্তা। সেখানে ফুটাপাথের সামনে নিজের মতো করে সাজিয়েছেন শিক্ষানবিশ আইএএস অফিসার। যদিও এটা ছিল নিয়মবিরুদ্ধ কাজ। যে কারণে বুধবার সকারে স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে ভেঙে ফেলা হল এই অবৈধ নির্মানগুলি।
পূজার খেড়কারের বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি ভুয়ো প্রতিবন্ধী সার্টিফিকেট দেখিয়ে এই চাকরি পেয়েছেন। সংরক্ষণের সুবিধা নেওয়ার জন্য একটি হাসপাতাল থেকে দুটি সার্টিফিকেট বের করেছিলেন তিনি। এবং সেখানে যে ঠিকানা দেওয়া হয়েছিল, সেটিও নাকি ভুয়ো ছিল। পরে তদন্ত করে দেখা গিয়েছে ওই ঠিকানায় রয়েছে এই ইঞ্জিনিয়ারিং সংস্থার অফিস। এবং সেই সংস্থার কর্তৃপক্ষও জানেন না যে তাঁদের ঠিকানা কেউ ব্যবহার করে দুর্নীতি করবে। এমনকী নিজে যে শারীরিকভাবে প্রতিবন্ধী সেটা প্রমাণ করতে ভুয়ো রেশন কার্ডও বানিয়েছিলেন সে।
#WATCH | Maharashtra: Action being taken against illegal encroachment at IAS trainee Pooja Khedkar's Pune residence. pic.twitter.com/xvBQhxxtIO
— ANI (@ANI) July 17, 2024
কিন্তু এতবড় কাণ্ড ঘটে গেল আর সেটা কেউ জানতে পারলেন না এটা কীভাবে সম্ভব? এবং পূজার সার্টিফিকেট দেখে অ্যাকাডেমির কারোর সন্দেহ হল না কেন? মূলত পূজার বাবা দিলীপ খেড়কার একজন প্রাক্তন আইএএস অফিসার ছিলেন। ফলে তিনি এই ষড়যন্ত্রে আরও অনেককে জড়িয়ে এই দুর্নীতি ঘটিয়েছিলেন। আপাতত কারা এই কুকীর্তিতে জড়িত তার তদন্ত শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা।