প্রতীকী ছবি (Photo Credits: PTI)

অযোধ্যা, ১৩ জুলাইঃ হবু স্ত্রীয়ের মুখে অ্যাসিড ছুঁড়ে মারলেন যুবক। অভিযুক্ত রাজ শর্মার (২৫) সঙ্গে বিয়ের ঠিক হয়েছিল উত্তরপ্রদেশ (Uttar Pradesh) অযোধ্যার (Ayodhya) ওই তরুণীর। কিন্তু সেই বিয়ে ভেঙে দেওয়া হয় মেয়ের বাড়ির তরফে। রাগে ক্ষোভে তরুণীর মুখে অ্যাসিড ছুঁড়লেন রাজ (Acid Attack in Uttar Pradesh)। ঘটনা প্রসঙ্গে পুলিশ জানায়, গত মঙ্গলবার তরুণীকে ফোন করে রাজ জানায়, সে তাঁর সঙ্গে কিছু কথা বলতে চায়। কথা বলার নাম করে তাঁর বাড়িতে আসেন রাজ। বাড়ির দরজা খুলে তরুণী বের হতেই তাঁর মুখে অ্যাসিড ছুঁড়ে পালিয়ে যায় রাজ। মুখ চেপে ধরে ওখানেই বসে পড়ে সে। জ্বালা যন্ত্রণায় চিৎকার করে ছটকাতে থাকে শুধু।

আরও পড়ুনঃ অনুষ্ঠান বাড়িতে শোকের ছায়া, ছেলের বিয়ের দুদিন আগে আচমকা বাবার মৃত্যু

মেয়ের কাতর চিৎকারে ছুটে আসেন বাড়ির সবাই। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। সেখান থেকে অ্যাসিড আক্রান্ত তরুণীকে লখনউ ট্রমা কেয়ার সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে। তরুণীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

অযোধ্যা আইজি জানান, অভিযুক্ত নির্যাতিতার পূর্বপরিচিত। ফলে জোরপূর্বক বাড়িতে ঢোকেননি। মঙ্গলবার সন্ধায় অভিযুক্ত রাজ শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যেই আদালতে রাজের বিরুদ্ধে চার্জ শিট জমা করা হয়ে গিয়েছে। ১৫-২০ দিনের মধ্যেই অভিযুক্ত দোষী সাব্যস্ত হবে।