অবশেষে দিল্লির মসনদে বসলেন আতিশি (Atishi)। অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) পদত্যাগের পর আগামী ৩-৪ মাসের জন্য রাজ্যের দায়িত্ব নিলেন আতিশি। শনিবার শপথ নেওয়ার পর দিল্লির তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে নাম লিখলেন তিনি। সেই সঙ্গে এই মুহূর্তে দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রীও হলেন আতিশি। প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে রয়েছেন বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শপথগ্রহণ অনুষ্ঠানের আগে কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন আতিশি। অনুষ্ঠানে উপস্থিতও ছিলেন রাজ্যেের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো। সেই সঙ্গে উপস্থিত ছিলেন মণীষ সিসোদিয়া, সৌরভ ভরদ্বাজের মতো নেতারাও। পাশাপাশি কংগ্রেস নেতৃত্ব, বিজেপি নেতা মনোজ তিওয়ারি সহ একাধিক নেতা।

শপথবাক্য পাঠ করার পর অরবিন্দ কেজরিওয়ালের পা ছুঁয়ে প্রণামও করেন নয়া মুখ্যমন্ত্রী। আগামী কয়েকমাস দিল্লিকে কোন পথে নিয়ে যাবেন তার স্টিয়ারিং আপাতত আতিশির নিয়ন্ত্রণে থাকবে। যদিও বিরোধীরা অবশ্য এখন থেকেই বলা শুরু করছে যে আতিশি মুখ্যমন্ত্রী হলেও পেছন থেকে রাজ্য চালাবেন সেই কেজরিওয়ালই। এমনকী এদিন মনোজ তিওয়ারি এই অনুষ্ঠানে এসে বলেছেন, অরবিন্দ কেজরিওয়ালের কথা ভাববেন না, আগামী কয়েকমাস রাজ্যের উন্নতি নির্দ্বিধায় করে যেতে হবে মুখ্যমন্ত্রীকে।

প্রসঙ্গত, আবগারী দুর্নীতি মামলায় জেল থেকে বেরিয়েই কেজরিওয়াল মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার ঘোষণা করেন। তাঁর দাবি, আগামী নির্বাচনে মানুষের রায়ে তিনি আবাও মুখ্যমন্ত্রীর পদে বসবেন। তার আগে তিনি একজন নেতা হয়ে রাজ্যবাসীদের কাছে যাবেন। তাঁর ঘোষণার পর থেকেই প্রশ্ন উঠতে থাকে যে দিল্লির আগামী মুখ্যমন্ত্রী কে হবেন। কয়েকদিন বাদেই অবশ্য কেজরিওয়ালই আতিশির নাম প্রকাশ্যে আনেন।