নয়াদিল্লি: পরিকল্পনা (Plan) অনেকদিন দিন ধরেই চলছিল। তাই আধারের নম্বরের সঙ্গে অন্যান কার্ড (ID card) যেমন ভোটার (voter card), প্যান (Pan card) আর রেশনকার্ডের (Ration card) সঙ্গে সংযুক্তিকরণ (link) করিয়েছিল কেন্দ্র (central government)। আধার কার্ডের মোবাইল নম্বরের লিঙ্ক করানোর জন্যও পোস্ট অফিসে লাইনে দাঁড়িয়ে ৫০ টাকা গ্যাঁটখরচা করে ফোন নম্বরের সঙ্গে আধারের সংযুক্তকরণ (link) করিয়েছে সরকার।
এবার তুরুপের তাস বাইরে এল! আধার (Aadhaar)-কেই অনলাইন (Online) ও অফলাইন সবক্ষেত্রে একমাত্র পরিচয়পত্র (single source) হিসেবে মান্যতা দিল আমার-আপনার আধার নম্বরের নিয়ন্ত্রক সংস্থা UIDAI। করোনাকে কারণ করে স্বাস্থ্যবিধি মেনে চলার দায় দেখিয়ে! পরিষ্কার জানিয়ে দিল, আত্মবিশ্বাসের সাথে আধার ব্যবহার করুন। তবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank account) ও পাসপোর্ট (Passport)-সহ বিভিন্ন ক্ষেত্রে স্বাস্থ্যবিধির (hygiene) কথা খেয়াল রাখুন।
Use Aadhaar confidently, but observe the same usage hygiene like Bank account & Passport: @UIDAI
Aadhaar is a resident’s digital ID & works as a single source of online & offline identity verification for residents across the country.
Details: https://t.co/J876OuHlvV
— PIB India (@PIB_India) December 30, 2022