প্রতীকী ছবি (File Image)

নয়াদিল্লি: বিয়ের উপহার দেওয়া নিয়ে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) একটি বিয়ে বাড়িতে মর্মান্তিক কাণ্ড। এক যুবক ভালোবেসে তাঁর বোনের বিয়েতে এলইডি টিভি ও সোনার আংটি উপহার দিতে চেয়েছিলেন, এর জেরেই প্রাণ গেল যুবকের। আগামী ২৬ এপ্রিল বিয়ের তারিখ, বছর ৩৫ এর চন্দ্র প্রকাশ মিশ্র তাঁর বোনের উপহার দেওয়ার সিদ্ধান্তে স্ত্রী একেবারেই খুশি ছিলেন না, বিষয়টি নিয়ে যুবকের সঙ্গে ঝামেলা শুরু করেন। কিন্তু যুবক তাঁর মত না পালটানোই স্ত্রী তাঁর বাপের বাড়ি থেকে ভাইদের ডেকে পাঠান। এরপর তাঁরা যুবককে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। মারধরের যুবক গুরুতর আহত হন, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। ঘটনায় যুবকের স্ত্রী ও শ্যালকসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : Uttar Pradesh: অসহ্য গরমে বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থ ৭০, হাসপাতালে চলছে চিকিৎসা

ঘটনাটি ঘটেছে বারাবাঙ্কি জেলার কাছে একটি গ্রামে। পুলিশ জানায়, এই ঘটনায় যুবকের স্ত্রী ছবি ও তাঁর ভাইসহ পাঁচজনকে আটক করে মামলা করা হয়েছে। ঘটনার আরও তদন্ত চলছে।