ব্যবসায় ব্যাপক ক্ষতি হওয়ায় মানসিক অশান্তিতে ভুগছিলেন এক ব্যক্তি। এমনকী ডিপ্রেশনে চলে গিয়েছিলেন তিনি। একাধিক চিকিৎসক, হাসপাতালে গিয়েও কোনও লাভ হয়নি। শেষমেশ খপ্পরে পড়লেন এক মৌলবীর। সুস্থ করবেন বলে দাবি করে ওই পরিবারের থেকে ৭ লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত মৌলবী। অবশেষে পুলিশে অভিযোগ জানানোর পর শুরু হয় তল্লাশি অভিযান। শেষমেশ শুক্রবার গাজিয়াবাদের (Ghaziabad) একটি গ্রাম থেকে গ্রেফতার করা হয় মৌলবী রহমান নামে ওই ব্যক্তি। তাঁর থেকে ইতিমধ্যেই টাকাগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, প্রথমে রহমানকে ঝাড়ফুক, পুজোপাঠ করার জন্যই ডাকা হয়ছিল। তবে ধীরে ধীরে পরিস্থিতি বুঝে সে পরিকল্পনা করে যে মোটা টাকা কীভাবে হাতানো যায়। মাঝেমধ্যেই ওই ব্যক্তিকে বাড়িতে নিয়ে গিয়ে পূজো করাতো, এমনকী পরিবারের অভিযোগ যে অসুস্থ ব্যক্তির মগজ ধোলাই করে ধর্ম পরিবর্তন করারও পরিকল্পনা ছিল ওই মৌলবীর। অবশেষে পরিবারের সন্দেহ হতেই অভিযোগ দায়ের করা হয় স্থানীয় পুলিশের কাছে।
Ghaziabad, Uttar Pradesh: Surendra Nath Tewari (DCP rural) says, "Case has emerged involving a mentally ill victim who sought treatment from a moulvi. The moulvi allegedly extorted ₹7 lakh and attempted to convert the victim's religion. Upon learning of the incident, the… pic.twitter.com/UDWqUaFKYP
— IANS (@ians_india) September 20, 2024
পুলিশের খবর পেতেই গা ঢাকা দেয় ওই মৌলবী। অবশেষে গাজিয়াবাদের গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশি জেরায় নিজের অভিযোগ স্বীকার করেছে অভিযুক্ত। তাঁকে ইতিমধ্যেই হেফাজতে নিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।