ভাইরাল ভিডিয়ো (ছবিঃX)

সোশ্যাল মিডিয়ায় (Social Media) আজকাল বিয়ের বিভিন্ন মুহূর্ত ভাইরাল (Viral) হয়। কিছু কিছু ভিডিয়ো (Video) নিয়ে বিতর্কের সৃষ্টি হয় কিছু ভিডিয়ো আবার নিছকই আনন্দ দেয় নেটিজেনদের। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি ভিডিয়ো। বিয়েতে কোটি-কোটি টাকা খরচ করে আড়ম্বর, নাচগান, আনন্দ নতুন নয়। কিন্তু কখনও গাড়ির ছাদে উঠে তরোওয়াল নিয়ে নাচতে দেখেছেন পাত্রকে? গাড়ির বনেটে বসে হাত-পা ছুড়ে দিব্যি সদ্য বিবাহিত স্বামীকে সঙ্গ দিচ্ছেন কনে। এবার গাড়ির ছাদে উঠে তরোয়াল ঘুরিয়ে বিপাকে নবদম্পতি। এই যুগলকে আটক করল পুলিশ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নবদম্পতির কীর্তি। আরও পড়ুনঃ বোর্ড পরীক্ষায় ডাহা ফেল, সন্তানের 'মনোবল' বাড়াতে কেক কেটে উদযাপন বাবা-মায়ের

ভাইরাল হতে গিয়ে বিপাকে নবদম্পতি, জায়গা হল শ্রীঘরে

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিওরে। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি অন্ধকার রাস্তা দিয়ে চলছে ফুল, আলোতে সাজানো একটি গাড়ি। সেই গাড়ির ছাদে উঠে বনবন করে তরোয়াল ঘোরাচ্ছেন বর। আর গাড়ির বনেটে বসেবসে নাচের ভঙ্গিতে পা দোলাচ্ছেন কনে। এই ভিডিয়ো নজরে আসতেই নবদম্পতিকে আটক করল পুলিশ। ট্র্যাফিক আইন লঙ্ঘনের অভিযোগে জরিমানা সহ তাঁদের আটক করা হয় বলে খবর।

গাড়ির ছাদে উঠে তরোয়াল ঘোরাচ্ছেন বর, বনেটে বসে নাচছেন কনে, ভিডিয়ো ভাইরাল হতেই শ্রীঘরে নবদম্পতি