প্রবল তাপপ্রবাহের (Heatwave ) জের। হাঁসফাঁস করছে রাজ্যগুলো। অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়েছেন বহু মানুষ। মাত্রাতিরিক্ত গরম সেই সঙ্গে পাল্লা দিয়ে তাপপ্রবাহের কারণে গত তিন দিনে মৃত্যু হয়েছে ৯৮ জনের। ৩ দিনের এই বিপুল হারে মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) এবং বিহার (Bihar) থেকে। উত্তরপ্রদেশে মৃতের সংখ্যা ৫৪। এবং বিহারে ৪৪ জন প্রবল গরমে মারা গিয়েছেন।
সরকারি সূত্রে খবর, বিগত কয়েক দিনে যে পরিমাণ গরম বেড়েছে তাতে অসুস্থ হয়ে ছিলেন বহু মানুষ। গত ১৫, ১৬ এবং ১৭ তারিখ মিলিয়ে উত্তরপ্রদেশের বালিয়ার জেলা হাসপাতালে অন্ততপক্ষে ৪০০ রোগি ভর্তি হয়েছিলেন তাপপ্রবাহের কারণে অসুস্থ হয়ে। শ্বাসপ্রশ্বাসে সমস্যা, বমি, ডায়রিয়া প্রমুখ শারীরিক অসুস্থতার লক্ষণ নিয়ে।
বালিয়া জেলা হাসপাতালের মুখ্য চিকিৎসক এই প্রসঙ্গে জানান, রোগিদের অধিকাংশেরই বয়স ৬০ ঊর্ধ্ব। প্রচণ্ড গরমের ফলে তাঁদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বেশির ভাগেরই মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক এবং ডায়রিয়ার কারণে। বিহারের চিত্র টাও একই রকম। প্রবল তাপপ্রবাহের কারণে গত ২৪ ঘণ্টায় বিহারে ৪৪ জনের প্রান গিয়েছে। যার মধ্যে ৩৫ জনের মৃত্যু হয়েছে পাটনায় (Patna)। বিহারের অন্যান্য জেলা হাসপাতালে ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নালন্দা মেডিকেল কলেজ এবং হাসপাতালে মারা গিয়েছেন ১৯ জন রোগী।
প্রবল তাপপ্রবাহের (Heatwave) কারণে রাজ্যের স্কুলগুলোতে গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে। আবহাওয়া অফিস ১৮ এবং ১৯ জুন বিহারে 'চরম তাপপ্রবাহ' সতর্কতা জারি করেছে (Extreme Heatwave Alert)। লাল সতর্কতা দ্বারা প্রভাবিত জেলাগুলি হল আওরঙ্গাবাদ, রোহতাস, ভোজপুর, বক্সার, কাইমুর এবং আরওয়াল। কমলা সতর্কতা জারি হয়েছে পাটনা, বেগুসরাই, খাগরিয়া, নালন্দা, বাঙ্কা, শেখপুরা, জামুই এবং লক্ষীসরাই। অন্যদিকে পূর্ব চম্পারণ, গয়া, ভাগলপুর, জেহানাবাদ হলুদ সতর্কতা জারি হয়েছে।