ঔরঙ্গাবাদ: মহারাষ্ট্রে একের পর এক কৃষকের আত্মহত্যা। মহারাষ্ট্রের কৃষকদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। একটি সরকারী প্রতিবেদন অনুসারে, চলতি বছর জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত মহারাষ্ট্রের মারাঠওয়াড়া অঞ্চলে ৬৮৫ জন কৃষক আত্মহত্যা করেছেন। এর মধ্যে শুধুমাত্র তিন বর্ষা মাসে (জুন থেকে আগস্ট) ২৯৪ জন আত্মহত্যা করেছেন। যার মধ্যে সব থেকে ১৮৬ জন কৃষক আত্মহত্যা (Farmer Suicides) করেছেন রাজ্যের কৃষিমন্ত্রী ধনঞ্জয় মুন্ডের হোম জেলা বিডে। আরও পড়ুন : Tamil Nadu : বিষ খাইয়ে বাঘকে খুনের অভিযোগ, তামিলনাড়ুতে গ্রেফতার ১ চাষী
বিদ্রোহী জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির নেতা মুন্ড চলতি বছর ২ জুলাই মন্ত্রিপরিষদ মন্ত্রী হিসাবে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন সরকারে যোগদান দিয়েছিলেন। প্রায় ২ সপ্তাহ পর তাঁকে কৃষি মন্ত্রণালয় দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বিডের পরে, ওসমানাবাদে ১১৩ জন কৃষক আত্মহত্যা করেছেন, নান্দেদে ১১০ জন, ঔরঙ্গাবাদে ৯৫ জন, পারভানিতে ৫৮ জন, লাতুরে ৫১ জন, জালনায় ৫০ জন এবং হিঙ্গোলিতে ২২ জন আত্মহত্যা করেছেন৷