নয়াদিল্লিঃ কেরলে (kerala)ফের নিপা (Nipah Virus) আতঙ্ক। গত ১২ জুলাই কেরলের পালাক্কাড় জেলায় মৃত্যু এক ব্যক্তির। আক্রান্তের কনট্যাক্ট লিস্টে ৬০৯ জন। পরিস্থিতি সামাল দিতে তৎপর প্রশাসন। প্রাথমিকভাবে খবর, ওই ব্যক্তির কনট্যাক্ট লিস্টে রয়েছেন ৪৬ জন। সংক্রমণ ছড়িয়েছে কেরলের বিভিন্ন জেলায়। মালাপ্পুরম জেলায় ২০৮ জন, পালাক্কাড়ে ২১৯ জন এছাড়া কোঝিকোড়ে ১১৪ জন কন্ট্যাক্ট লিস্টে রয়েছেন। মালাপ্পুরমে ১০ দশের চিকিৎসা চলছে। আইসিইউতে চিকিৎসাধীন দু'জন।
কেরলে নিপা আতঙ্ক, মৃত্যু ১ ব্যক্তির
পলক্কাড়ে আইসোলেশনে রয়েছেন একজন। ঝুঁকিপূর্ণ বিভাগে ভর্তি ৩৬ জন। এছাড়া পর্যবেক্ষণে রয়েছেন ১২৮ জন। জানা গিয়েছে, মৃত ব্যক্তির বয়স ৫৭ বছর। কেরলের পলক্কড় জেলার বাসিন্দা তিনি। নিপা আতঙ্ক নিয়ে কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তিকে মানজারি মেডিক্যাল কলেজে টেস্ট করানো হয়েছিল । সেখানে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিনে এই নিয়ে দু’জন নিপা ভাইরাস আক্রান্তের মৃত্যু হল কেরলে। দিন কয়েক আগেই মালাপ্পুরম জেলায় এক নিপা ভাইরাস আক্রান্ত ব্যাক্তির মৃত্যুর খবর মিলেছিল।
এই রোগের উপসর্গ কী?
মূলত এই ভাইরাসে আক্রান্ত হলে জ্বর, মাথাব্যথা, শ্বাসকষ্ট, খিঁচুনির মতো উপসর্গ দেখা দেয়।
ফের নিপা ত্রাসে কেরল, মৃত্যু ১ ব্যক্তির, জেলায় জেলায় ছড়িয়েছে সংক্রমণ
609 people in Nipah contact list across Kerala. Kerala government chairs high level meet over Nipah. #Nipah #NipahVirus #Kerala #ITVideo | @KGShibimol @SnehaMordani pic.twitter.com/beCKqQ4Ti5
— IndiaToday (@IndiaToday) July 15, 2025