হাসপাতালে অগ্নিকাণ্ড (ছবিঃX)

নয়াদিল্লিঃ জয়পুরের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড শ্বাসরোধ হয়ে মৃত্যু জন রোগীর গুরুতর জখম জন সোমবার রাতে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে জয়পুরের সোয়াই মান সিং হাসপাতালে শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিকভাবে অনুমান ঘটনাস্থলে দমকলের বিশাল বাহিনী এখনও পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছে। জানা গিয়েছে, এদিন ভোররাতে আচমকাই আগুন লাগে মুহূর্তে সে আগুন দোতলায় ছড়িয়ে পড়ে বিষাক্ত ধোঁয়ায় ঢাকে গোটা হাসপাতাল চত্বর হাসপাতাল সূত্রে খবর, দোতলার ট্রমা সেন্টারে দু'টি আইসিইউ রয়েছে দু'টি আইসিইউ মিলিতে মোট ২৩ জন রোগী ভর্তি ছিলেন তাঁদের মধ্যে জনের মৃত্যু হয়েছে মৃতদের মধ্যে ৪ জন পুরুষ এবং ২ জন মহিলা গুরুতর জখম হয়েছে আরও জন

হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে প্রাণ গেল ৬ রোগীর

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন ছড়িয়ে পড়তেই আতঙ্কে চিৎকার করতে শুরু করেন হাসপাতালের কর্মী, নার্স, রোগীর আত্মীয়রা হাসপাতালের কর্মীরা স্ট্রেচারে অএ রোগীদের বাইরে বের করেন ট্রলিতে চাপিয়ে কিছুজনকে বাইরে আনা হয় ওই হাসপাতালের চিকিৎসক ডঃ অনুরাগ ধাকড়ে সংবাদমাধ্যমকে বলেন, "ওই মুহূর্তে যত জনকে পারা গিয়েছে হাসপাতালের বাইরে আনা হয়েছে সিপিআর দিয়ে কয়েকজনকে বাঁচানো হয়েছে কিন্তু যে জনের মৃত্যু হয়েছে তাঁদের অবস্থা সংকটজনক হওয়ায় তাঁদের বাঁচানো যায়নি"

ভোর রাতে হাসপাতালে আগুন, দম বন্ধ হয়ে মৃত্যু আইসিইউতে থাকা ৬ রোগীর, আহত ৫