কলকাতাঃ দাদু-দিদার দায়িত্বে মেয়েকে রেখে নিশ্চিন্তে অফিসে গিয়েছিলেন বাবা-মা। মেয়ের দেখভালের জন্য রাখা হয়েছিল পরিচারিকাও। রবিবার সন্ধ্যায় বাড়ি ফিরে মেয়ের সংজ্ঞাহীন দেহ উদ্ধার। নাতনিকে খুনের অভিযোগ উঠেছে দাদুর বিরুদ্ধে। ঘুমন্ত অবস্থায় কুপিয়ে খুন বলে অভিযোগ। গ্রেফতার ৮১ বছরের দাদু। অসুস্থ থাকায় হাসপাতালে রয়েছে সে।
হাড়হিম করা ঘটনাটি ঘটেছে, সোনারপুরে। মৃত শিশুর নাম প্রত্যুষা কর্মকার। তার বাবা-মাআ দুজনেই বেসরকারি সংস্থায় কর্মরত। দাদু-ঠাকুমার কাছেই রোজের মতো মেয়েকে রেখে অফিসে গিয়েছিলেন তাঁরা। এছাড়া মেয়ের দেখভালের জন্য ছিলেন একজন পরিচারিকাও। অভিযোগ, রবিবার ঘুমন্ত অবস্থায় নাতনিকে কুপিয়ে খুন করে দাদু প্রণব ভট্টাচার্য। চিৎকার শুনে ছুটে আসে প্রতিবেশীরা। তাঁরাই শিশুকে নিয়ে ছোটেন সোনারপুর গ্রামীণ হাসপাতালে। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তে নেমে দাদু-ঠাকুমা ও দায়িত্বে থাকা পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এরপর দাদু প্রণব ভট্টাচার্যকে গ্রেফতার করে পুলিশ। সোমবারই তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। রাতে অসুস্থ হয়ে পড়ায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
৫ বছরের ফুটফুটে নাতনিকে কুপিয়ে খুন, গ্রেফতার দাদু
Roshniyon ke Beech chaya Andhera: Sonarpur me hua 5 saal ki masoom bachi ka qatl!#SonarpurMurderCase #MasoomKiMaut #JusticeFor5YearOld #KolkataCrimeNews #BengalBreakingNews #HeartbreakingNews #SonarpurHorror #KolkataShock #SuperNews24 #CrimeInWestBengal #HumanityLost pic.twitter.com/7b8eUy93AE
— Super News 24 Kolkata (@supernews24kol) October 20, 2025