Gujarat: আয়ুর্বেদিক সিরাপ খেয়ে মৃত ৫ জন, হাসপাতালে ভর্তি ২ জন
Representational Image (credit- IANS)

খেদা: গুজরাটে মর্মান্তিক দুর্ঘটনা। মিথাইল অ্যালকোহল (Methyl Alcohol) যুক্ত আয়ুর্বেদিক সিরাপ (Ayurvedic Syrup) খেয়ে ৫ জনের মৃত্যু। আরও দুজন হাসপাতালে (Hospital) ভর্তি, তাঁদের চিকিৎসা চলছে। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে গুজগুরাটের (Gujarat) খেদা এলাকায়। সূত্রে খবর, স্থানীয় মুদি দোকান থেকে শিরাপ কিনেছিল নিহতরা, তাঁরা মূলত বাগদু ও বিলোদরা গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। দুই দিনে পাঁচজন ব্যক্তির মৃত্যু হয়েছে। খেদা পুলিশ, আহমেদাবাদ গ্রামীণ পুলিশ এবং রাজ্য মনিটরিং সেল তদন্ত করছে। আরও পড়ুন: Khalistani Row: পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ, মুখ খুলল ভারত

প্রাথমিক তথ্যে জানা গিয়েছে, কিশোর নামে এক ব্যক্তি আয়ুর্বেদিক ওষুধ (কাশির সিরাপ) বিক্রি করেছিলেন। তিনি ৫০ থেকে ৫৫ জনের কাছে এই ওষুধ বিক্রি করেছেন বলে তথ্য উঠে এসেছে। খেদার পুলিশ সুপার রাজেশ গাধিয়া বলেছেন, রক্তের নমুনা পরিক্ষা করে জানা গিয়েছে, সিরাপে মিথাইল অ্যালকোহল মেশানো ছিল।