শিলঙে মুম্বাইয়ের নবদম্পতি এবং তাঁদের পরিবারকে লুণ্ঠনের অভিযোগে ২৪ ঘণ্টার মধ্যে চার দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পূর্ব খাসিপাহাড় জেলার পুলিশ। এর সঙ্গে উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত সামগ্রী।আজ মঙ্গলবার মেঘালয়ের রাজধানী শিলঙে পূর্ব খাসিপাহাড়ের পুলিশ সুপার বিবেক সিয়েম জানান, জেলা পুলিশ অসাধারণ দক্ষতার সঙ্গে মুম্বাই থেকে আগত পর্যটকদের লুণ্ঠন করার একদিনের মধ্যেই সন্দেহভাজন চার দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। ধৃতদের হেফাজত থেকে ছিনতাইকৃত নগদ ৫০ হাজার টাকা, একটি আইফোন ১৩ সহ সমস্ত সামগ্রী উদ্ধার করেছে পুলিশ, জানান এসপি বিবেক সিয়েম।
পুলিশ সুপার জানান, গত ২২ জুন রাত ৮.০০টার দিকে ঘটনাটি ঘটেছিল। মুম্বইয়ের বাসিন্দা জনৈক জয় নন্দকিশোর জোশি ও তাঁর পত্নী এবং এক নবদম্পতি তাঁদের ব্যবহৃত টয়োটা ইনোভা গাড়ি মাওবলেইতে মাহিন্দ্রা শোরুমের কাছে পার্ক করে ‘বাই দ্য ওয়ে রেস্টুরেন্ট’-এ ডিনার করতে গিয়েছিলেন। ডিনার শেষে পর্যটকরা ফিরে এসে দেখেন, তাঁদের গাড়ির জানালা ভেঙে লাগেজ ছিনতাই হয়ে গেছে। ছিনতাইকৃত সামগ্রীর মধ্যে ছিল নগদ ৫০ হাজার টাকা, একটি আইফোন ১৩ সহ আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র। পরে তাঁরা মদনরতিং থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এসপি বিবেক সিয়েম বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে একটি মামলা রুজু মদনরতিং থানার স্পেশাল টিম দ্রুত তদন্ত-অভিযান চালায়। অভিযান চালিয়ে গতকাল (২৩ জুন) রাতে মাওবলি ব্লক বি থেকে সন্দেহভাজন চার দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশের স্পেশাল টিম। গ্রেফতারকৃত চার দুষ্কৃতীদের মাওব্লেই-এর চাফরাং নাংকিউ সুতঙ্গা (২৪), লাইতকর নংলুম-এর ওয়ানজপ খারুমনুইদ (২৩), উম্ফিরনাই-এর অ্যালবার্টস্টার খারহুজন (২২) এবং ডেমথ্রিং ব্লক-এর মাইকেল নংলুম (৪৫) বলে শনাক্ত করা হয়েছে, জানান পুলিশ সুপার বিবেক সিয়েম।