Representational Image | (Photo Credits: PTI)

রায়পুর, ১৫ জুন: বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে একজন পুরুষ ও মহিলা নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হল। গত শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের (Chhattisgarh) কোন্দাগাঁও জেলার উরিন্দাবেদা থানা এলাকার একটি গ্রামে। এই ঘটনায় জড়িত সন্দেহে একজন মহিলা-সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও পড়ুন-Vir Das Tests Positive for COVID-19M: গুজরাট শোয়ের আগেই করোনা আক্রান্ত বীর দাস, অনুরাগীদের কাছে ক্ষমা চাইলেন কমেডিয়ান

পুলিশ জানিয়েছে, আক্রান্ত ব্যক্তির স্ত্রী তাঁকে অপরিচিত এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলার পরেই পরিজনদের খবর দেন। তারপর সবাই মিলে ওই ব্যক্তি ও তরুণীকে নগ্ন করে গোটা গ্রাম ঘোরায়।

এই ঘটনায় ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় মামলা রুজু হয়েছে।