নয়াদিল্লিঃ খেলতে খেলতে (Playing) বিপত্তি। বল করার সময় আচমকা হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে মৃত্যু যুবকের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসিতে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম রবীন্দ্র আহিরওয়ার। ঝাঁসির সিপিরি বাজারের নলগঞ্জ এলাকার বাসিন্দা। এলআইসি-এর একজন ডেভলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন তিনি।
জানা গিয়েছে, ঝাঁসির গভর্নমেন্ট ইন্টার কলেজ মাঠে একটি গুরুত্বপূর্ণ ম্যাচে অংশগ্রহণ করেন তিনি। ম্যাচ চলাকালীন বল করার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। মাটিতে বসে পড়েন। তারপরই জ্ঞান হারান রবীন্দ্র। তড়িঘড়ি মহারানি লক্ষ্মীবাই মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হওয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। রবীন্দ্রর ভাই অরবিন্দ আহিরওয়ার জানান, সম্পূর্ণ সুস্থ ছিলেন তিনি। অসুস্থতার বিন্দুমাত্র লক্ষণ ছিল না শরীরে। কীভাবে এই ঘটনা ঘটল তা বুঝে উঠতে পারছে না পরিবার। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
খেলতে খেলতে হার্ট অ্যাটাক, অকালে মৃত্যু যুবকের
30-Year-Old Was Bowling, Stopped To Have Water. Then Collapsed And Died https://t.co/OYEk9RaFXH pic.twitter.com/3JwQQvhmjN
— NDTV News feed (@ndtvfeed) November 5, 2025