নয়াদিল্লিঃ বাড়ির সেপটিক ট্যাঙ্ক (Septic Tank)পরিস্কার করতে গিয়ে বিপত্তি। দম বন্ধ হয়ে মৃত্যু তিনজনের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) পিলভিটে। মৃতদের নাম প্রল্লাদ মণ্ডল, তাঁর মেয়ে তনু বিশ্বাস ও তাঁর জামাই কার্তিক বিশ্বাস। কয়েকদিন আগেই বাড়িতে নতুন সেপটিক ট্যাঙ্ক বসান প্রল্লাদ। কিন্তু নতুন সেপটিক ট্যাঙ্কে বেশকিছু সমস্যা দেখা দিচ্ছিল। মেয়ে জামাইকে সে কথা জানাতে তাঁরা দু'জনে মিলে ৮ ফিট গভীর ট্যাঙ্কটি পরিস্কার করার সিদ্ধান্ত নেন।
সেপটিক ট্যাঙ্ক পরিস্কার করতে নেমে দমবন্ধ হয়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের
এরপরই প্রল্লাদ এবং তাঁর মেয়ে জামাই তিনজনে মিলে ট্যাঙ্কটি পরিস্কার করা শুরু করেন। তিনজনই সেপটিক ট্যাঙ্কের ভিতরে প্রবেশ করেন। ট্যাঙ্কটি অত্যন্ত গভীর হওয়ায় সেখানেই আটকে পড়েন তাঁরা। কিছুতেই বেরোতে পারেননি ওই তিনজন। ট্যাঙ্কের ভিতরেই দম বন্ধ হয়ে মৃত্যু হয় তিন জনের। পরে ট্যাঙ্কের ভিতর থেকে উদ্ধার করা হয় তিনজনের নিথর দেহ। ইতিমধ্যেই মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গিয়েছে, তনু বিশ্বাস বিয়ের পর থেকে স্বামীকে নিয়ে বাপেরবাড়িতেই থাকতেন। তাঁদের একটি সন্তান রয়েছে।
সেপটিক ট্যাঙ্ক পরিস্কার করতে গিয়ে বিপত্তি, মৃত্যু মেয়ে জামাই ও শ্বশুরের
3 Of Family Die Of Suffocation While Cleaning Septic Tank In UP: Cops https://t.co/6OF0lOHP8D pic.twitter.com/pxE8Ajf16y
— NDTV (@ndtv) June 5, 2025